আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার প্রখম টিউন। আমি অনেকদিন যাবত এই টিউনারপেজ এ আছি, অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা, আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।

তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ – এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
২ নং ধাপ – অবার টাইপ করুন ( list disk ) এখন আপনার ড্রাইভ শো করবে। দেখুন আপনার Corrupted পেনড্রাইভ, মেমোরির ড্রাইভ কোনটা ।
৩ নং ধাপ – যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ – এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ – টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ – টাইপ করুন ( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ – টাইপ করুন ( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ – টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

পোস্টটি প্রথম এই ব্লোগে প্রকাশ করা হয় ।
আমার ফ্যানপেজে লাইক দিলে অনেক খুশি হব । আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন ।
ভাই আমারটা write প্রোটেক্টেড দেখাচ্চে কি করব বলবেন কি?
ভাইয়া আমি আপনার নির্দেশনা অনুযায়ী সব করেছি ,৪ নং ধাপ পর্যন্ত কাজ করেছে কিন্তু ৫ নং ধাপ থেকে কাজ কছে না । আমার Cruzer Blade™ USB flash ড্রাইভ ( 8gb scandisk ) কোন ভাবেই ফরমেট হচ্ছে না এবং ৮ জিবি পেন ড্রাইভ ৬৪ মেবি দেখাচ্ছে । আমাকে সাহায্য করুন।
সমাধান দেন .
ভাই আমার ডিস্ক তো অনলাইন এই দেখায় না. কি করব? সুধু হার্ড ডিস্ক অনলাইন দেখায়. পেন্দ্রিভে জাত করাপ্টেড হইসে সি তা শো করে না. অন্য সল্যুশন ?
clean likher pore aita ase akhon ki করব ??
” DiskPart has encountered an error: The parameter is incorrect.
See the System Event Log for more information. ”
আমি windows XP use করি. আমার মেমরি কার্ড করাপ্টেড এবং সেটা ফরমেট করা যাস্সে না. diskpart এ আমি আমার মেম কার্ড খুঁজে পায়নি. ভলিউম লিস্ট কমান্ড উসে করলে পাওয়া যায়. ই কমান্ড বেবহার করে try করসি কিন্তু হয় নাই. বিস্তারিত জানালে খুসি হব.
আপনাদের ও অসংথ্য ধন্যবাদ
দারুন টিপস ধন্যবাদ
ভেরি গুড vai