ওহ কি ফালতু ব্যাপার !!! টিউনার পেজ খুজতে খুজতে একটা টিউন পেলাম “পালটিয়ে ফেলুন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের টাইটেল” । টিউন টি পরতে শুরু করলাম। পরতে পরতে দেখলাম লেখা যে….এবার ওপেন করুন HKEY_USERS .DEFAULT Software Policies Microsoft WindowsMediaPlayer. তো শুরু করলাম ঠিকানা খুজে বের করা। শেষ পর্যন্ত যেয়ে দেখি যে Microsoft এর পর WindowsMediaPlayer নাই। অনেক খোজা খুজির পরেও আমি পেলাম না। তখন ভাবলাম ধুর! এটা একটা ফালতু ব্যাপার সেপার। কেউ কি বলতে পারেন যে কেন আমি খুজে পেলাম না ??? আর কি করলে আমি খুজে পাব ???? আর আসলেই কি এই টাইটেল পরিবর্তন করা যায়????
ভাই আমি এক্সপি ইউস করি…
এগুলা আসলে উইন্ডোজ ভেদে বিভিন্ন হয়। লেখক হয়তোবা এক্সপির জন্য লিখেছে, আর আপনি হয়তোবা সেভেন ইউজার। এজন্য রেজিস্ট্রি আলাদা।