মোবাইল মেসেঞ্জারঃ স্লিক/
মোবাইলে চ্যাটের জন্য অসাধারণ একটি মোবাইল মেসেঞ্জার সফটওয়্যার হল “স্লিক” । এতে চ্যাটের পাশাপাশি আপনাকে সামাজিক যোগাযোগ সাইটে সম্পৃক্ত থাকার সুবিধা দেবে । www.lonelycatgames.com/?app=download এই লিঙ্ক থেকে আপনি সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন ।
এই ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি বিনামূল্যে ইয়াহু , গুগলটক ,এমএসএন এবং ফেসবুক চ্যাটসহ বেশ কয়েকটি চ্যাটিং নেটওয়ার্কে একই সাথে যুক্ত হওয়া যায় এবং এতে আপনি স্ট্যাটাস আপডেট করতে পারবেন । এতে গ্রুপ চ্যাট করা ছাড়াও মেসেজ হিস্টোরি সংরক্ষিত করা যাবে । যে কোনো জায়গা থেকে আপনি মোবাইলে তোলা ছবি এই মেসেঞ্জারের মাধ্যমে অল্প খরচে অনলাইনে থাকা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন । এছাড়া আপনি অপর ব্যবহারকারীর পাঠানো ছবিও সেভ করে রাখতে পারবেন । ফলে কম্পিউটার না থাকলেও সফটওয়্যারটির মাধ্যমে আপনার মোবাইলে নানা সুবিধা পাওয়া যাবে । সফটওয়্যারটি অ্যানড্রয়েড স্মার্টফোন এবং উইন্ডোজ সমর্থিত।
থ্যাঙ্কু