আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।
যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ
1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।
5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
PhotoInstrument 4.2 Build 430
ফুল ভার্শন করতে সিরিয়াল কী ডাউনলোড করুন এখানে।
যাদের সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করতে সমস্যা হচ্ছে তাদের বলছি এখান থেকে ক্র্যাক ফাইলটি ডাউনলোড করুন। তারপর ফাইলটি আনজিপ করুন।এখন ক্র্যাক ফাইলটি ইন্সটল করা ফোল্ডার অর্থাৎ C:\Program Files\PhotoInstrument এখানে কপি পেস্ট করুন। ব্যস হয়ে গেল।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
পুর্বে Techtunes এ প্রকাশিত।
ভাই আপনার এই ছবি তা কি প্রফেসনাল ? :)
ধন্যবাদ
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
ডাউনলোড করলাম, এবার কাজের পালা। ধন্যবাদ।
নকল হইতে সাবধান আমি অনেক চেষ্টা করেও করতে পারি নাই , কাজ সুরু করতে গেলেই dont sent লিখা আসে তারপর বন্ধ হয়ে যায়.
আমিও আগে ব্যাবহার করেছি। চালিয়ে জান। শেয়ার করার জন্য ধন্যবাদ।
এটা আগে ইউস করেছি! ভালো! ধন্যবাদ শেয়ার করার জন্য! :)