সুপ্রভাত। বিশাল ভূমিকম্পের পর কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তা সবাইকে ভাল রেখেছেন।
টিউনার পেজ এ এটা আমার প্রথম লেখা । এর আগে আমি লেখালেখি করি নাই। তাই ভুল হতে পারে। যাই হোক, এবার কাজের কথায় আসি।
আপনাদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যের জন্য website address এর প্রয়োজন হয়। অনেকেরই সকল বিশ্ববিদ্যালয়ের website address জানা নেই। সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের website address জানতে বা জানাতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন
সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক কাজে লাগবে, যদি এভাবে ভিসা চেক করার সাইট গুলো দিতেন অসেক কাজে আসত ও অনেক উহকার হত, কেহু কি নেই এমন ১টা ভাল কাজ করার জন্য…………………………… হ্যালো………. হ্যালো………………………..হ্যালো!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ রাসেল ভাই…।
এই মুহুর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না……………।
:D
পরীকখা টা অবাল দিয়ে দিব ভাবতেসি
তাই নাকি?!
যারা পরীক্ষা দিবে , তাদের কাজে আসবে !
তাদের গার্ডিয়ানদেরও কাজে আসবে মনে হয়।