জাহিদ ইসলাম ভাই এর টিউন টি যাদের পিসি তে কাজ করে নি আশা করি এটা তাদের পিসি তে কাজ করবে। জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তাঁর টিউনটি আমি এখানে তুলে দিলাম।
আসসালামু আলাইকুম । আশা করি ভাল আছেন । গত দিনের ফ্রি নেট টিউন আশা করি কাজে এসেছে । কিন্তু ফেসবুকে এবং টিটিতে আমি অনেক প্রস্নের সম্মুখীন হয়েছি । এই যেমন – Portable version সমস্যা , ফেসবুক পিসি ভিউ আসে না , সরাসরি Google ব্রাউজ করা যাচ্ছে না , লেটেস্ট ব্রাউজার সাপোর্ট করছে না ইত্যাদি । তাই আজকের এই টিউন । এই টিউনের সম্পূর্ণ কৃতিত্ব engineer boy shammu ভাইয়ের । কারন তিনি একটি মন্তব্যে একটি Software এর নাম উল্লেখ করেন । আমি এটি নেট থেকে সংগ্রহ করে এর কনফিগ ফাইল তৈরি করেছি । আশা করি ব্যবহার করে মজা পাবেন ।
১। এখান থেকে TG HTTP ফাইল ডাউনলোড করে ইন্সটল দিন ।
২। এখান থেকে config ফাইল ডাউনলোড করুন ।
৩। এবার gpmms দ্বারা মডেম কানেক্ট করুন । Redial চালু করুন যেন ৩ মিনিট পর পর অটো কানেক্ট হয় ।
৪। TG HTTP ওপেন করুন । File থেকে Load config File এ ক্লিক করুন ।
৫। এবার পূর্বে ডাউনলোডকৃত config File টি সিলেক্ট করুন ।
৬। নিচের ছবিগুলোর মত অটো সেটিং লোড হবে । আপনাকে কোন পরিবর্তন করতে হবে না ।
বিঃদ্রঃ যদি ফাইল লোডে সমস্যা হয় তাহলে manually নিচের মত সেটিং করুন বা এডিট করুন ।
ক। use query , use host এ টিক দিন ।
খ। Use proxy তে টিক দিন । proxy 10.128.1.2 এবং port 8080 ।
গ। listen port 8080
ঘ। front query 10.102.61.249:8002 @
ঙ । HTTP header সেটিং –
Header name- User-Agent
Replacement text – By_Alea/5.0
Header name – Server
Replacement text – Localhost
Header name – Host
Replacement text – 10.128.1.2
চ। Replacer নিচের টি সিলেক্ট করুন ।
Replace string – HTTP/1.1
To string – HTTP/1.0
৭। file থেকে save default setting এ ক্লিক করুন ।
৭। এবার নিচের ছবির মত Start এ ক্লিক করুন । মিনিমাইজ করে রাখুন ।
৯। এবার আপনি যে ব্রাউজার ব্যবহার করতে চান তাতে proxy – port সেট করতে হবে । আমি এখানে Mozilla Firefox এ দেখালাম ।
Tools-Options-Advanced-Network-Manual proxy configuration থেকে HTTP proxy দিন – 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার ব্রাউজার এখন ফ্রি নেট ব্যবহার করার উপযোগী ।
১০। ডাউনলোড করার জন্য IDM ( Internet Download Manager ) ব্যবহার করুন । IDM এ Options- Proxy থেকে Use HTTP Proxy তে টিক দিন । proxy দিন – 127.0.0.1 এবং port দিন 8080 . ok ক্লিক করুন । আপনার IDM এখন ফ্রি ডাউনলোড করার উপযোগী ।
১১। ফেসবুক ব্যবহারের জন্য প্রথমে ০.facebook.com এ লগইন করুন । আর এর পর থেকে address লিখুন – http://www.facebook.com অবশ্যই https দিবেন না ।
(wordpress সাইটে পোস্ট লিখতে সমস্যা হলে Header থেকে User-Agent টিক তুলে দিন )
এখন থেকে নেট ব্যবহার করতে চাইলে প্রথমে gpmms দ্বারা মডেম কানেক্ট করুন , এরপর TG HTTP ওপেন করে start এ ক্লিক করে মিনিমাইজ করে রাখুন ।
bhai ami onek bar chesta koreci kintu parini .please help me.kono package kinle hobe bhai?