শুরু করছি টিউন।আর হ্যাঁ বরাবরের মত এই সফটওয়্যারগুলোও পারওয়ার্ড প্রটেক্টেড করা হয়েছে যার চাবি হলোঃ techtunerprobashi
ROXIO CREATOR NXT PRO 2013
অসাধারন এই সফটওয়্যারটি সাইজে বড় হলেও শেয়ার না করে পারলাম না।আমাদের খালিদ হোসাইন ভাই নিরো নিয়ে পাগল হয়ে আছেন।কিন্তু উনি যদি এই সফটওয়্যারটি ডাউনলোড করেন তাহলে উনার ধারনা পালটে যাবে।কি নেই এতে?অল ইন ওয়ান।আসুন একটা ছবিতে দেখে নেই কি আছে আর কি নেই।
এগুলো সাধারন ফিচার।ধরুন ভিডিওতে ক্লিক করলাম।দেখা যাক কি আছে এতে।
হ্যাঁ এখানে অনেক কিছুই আছে।যেমন ভিডিও এডিটিং।সবচেয়ে বড়কথা আপনি এই সফটওয়্যারটি দিয়ে বাংলা লেখা ওয়াটার মার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন।দিতে পারবেন বিভিন্ন ইফেক্ট।আরো অনেক কিছু।
ধরা যাক অডিওতে ক্লিক করলাম।দেখা যাক কি আছে।
হ্যাঁ শুধু অডিও ফাইল তৈরী নয়,আপ্নি এডইটিংও করতে পারবেন।এছাড়া রয়েছে ফট নিয়ে কারবার।আপ্নার সাধারন ছবিকে 3D তে রুপান্তরিত করতে পারবেন।
মাত্র ১ ক্লিকে হয়ে গেলো 3D ছবি।এবার চশমা লাগিয়ে দেখে নিন কেমন লাগে আপনাকে।
তাহলে দেখা গেলো এটি ভিডিও এবং অডিও এডিটিং সফাটওয়্যার।তো আসুন এর পাশাপাশি আর কি কি আছে দেখে নেই সংক্ষেপে।আপনি তৈরী করতে পারবেন ডিভিডি কিংবা অন্য যে কোন ভিডিও মাত্র অল্প সময়ে মাই ডিভিডি নামের অপশন থেকে।
এরপর থেকে গেলো কনভার্টের কাজ।সেটাও করে ফেলুন সুন্দর ভাবে।আসুন দেখি কি কি কনভার্ট করতে পারবো।
এত কিছু করলেন কি যেন একটা বাকি থেকে গেলো না?হ্যাঁ লেবেল মেকার।ওটিও আছে।এছারা আছে আর অনেক কিছু যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।আশা করছি এই সফটওয়্যারটি নববর্ষের প্রথম দিনে ব্যবহার করলে ঠকবেন না।তবে হ্যাঁ ডাউনলোডের আগে এদের অফিসিয়াল সাইট থেকে একবার ঘুরে আসতে ভুলবেন না।এখানে ক্লিক করে ঘুরে আসুন।দেখুন কি কি পান।অল ইন ওয়ান সফটওয়্যারটির সাইজ একটু বেশীই বলতে হবে।প্রায় ১।৬ গিগাবাইট।আমি ২ খন্ডে আপলোড করেছি।প্রথম পার্ট ৮৫০ মেগাবাইট এবং দ্বিতীয়টি ৭৫০ মেগাবাইট।আসুন ডাউনলোডের মাঠে।
ডাউনলোড শেষ হলে ফাইল দুটো এক্সট্রাক্ট করুন।এবার ইন্সটল করুন।যখন (সি)রিয়াল চাইবে তখন (কি)জেন খুলে generate ক্লিক করে যা দিবে তা কপি/পেষ্ট করুন।
বাকি ইন্সটল শেষ হলে ব্যবহার করুন আপনার প্রিয় সফটওয়্যারটি।আশা করছি সবার ভালো লাগবে।
MAGIX MOVIE EDIT PRO 2013
একটি সাধারন মানের ভিডিও এডিটিং সফটওয়্যার।মনে হয় অতীতে এর পুরাতন ভার্সন শেয়ার করেছিলাম।যাইহোক এটি যদিও বেশ কিছুদিন আগে বের হয়েছে তবুও ২০১৩ বলে শেয়ার করলাম।যারা প্রথম সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য এটি।সাধারন মানের ভিডিও এডিটিং সফটওয়্যারের সবই পাবেন এটিতে।
যারা ভিডিও এডিটিং এ হাতেখড়ি নিতে চান তারা ব্যবহার করে দেখতে পারেন।আমি ব্যবহার করিনি তাই ভালো মন্দ বলতে পারছি না।তবে ভালো হবে এতে কোন সন্দেহ নেই।স্বাভাবীক ভিডিও এডিটিং এর সবই পাবেন এটিতে।তবুও ডাউনলোডের পূর্বে এখানে ক্লিক করে জেনে নিন আপনি যা চান তা এখানে আছে কি না।সবকিছু জেনে ভালো লাগলে ডাউনলোড করে ফেলুন আর সাইজও কম আছে মাত্র ৪১৬ মেগাবাইট।কি বেশী মনে হচ্ছে?আসুন ডাউনলোডাই
কাহিনী তেমন কিছু নেই।ইন্সটল করুন।এরপর প্যা(চ)টি /c drive/programs/magix/movie edit pro তে ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন কাজ শেষ।
MAGIX MUSIC MAKER PREMIUM 2013
এই সফটওয়্যারটি নিয়ে অতীতে শুধু টিউন করেছিলাম তাই নয়,এটি নির্বাচিতও হয়েছিলো।তবে সেটা অনেক পুরাতন ভার্সন।আজ নিয়ে এলাম ২০১৩ ভার্সন।যারা মিউজিক ভাবানোর কাজ করেন (শখে হোক কিংবা প্রফেশনালী) তাদের কাজে লাগবে হয়তো।আমি ডিজে নই তাই বিস্তারীত বলতে পারছি না।কিংবা কখনো ব্যবহারও করিনি সফটওয়্যারটি আপনারা এখানে ক্লিক করে সবকিছু জেনে নিয়ে দরকার মনে করলে ডাউনলোড করে নিবেন।
সাইজ মাত্র ৩২১ মেগাবাইট।দেরী না করে নামিয়ে ফেলুন ঝটপট।
এটিরও কাহিনী তেমন কিছু নেই। ইন্সটল শেষে /c drive/programs/magix/music maker ফোল্ডারে ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।কাজ করুন আপন মনে।
MAGIX SAMPLITUDE MUSIC STUDIO 2013
সন্দেহ নেই এটি একটি ডিজে সফটওয়্যার।বিশেষ করে যারা গান/বাজনা করেন (ব্যান্ড অর্থে)তাদের জন্য আদর্শ সফটওয়্যার।আপনার যন্ত্রসঙ্গীতের সবকিছু শ্রুতিমধুর করতে ব্যবহার এই সফটওয়্যারটির।
আরো বিস্তারীত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।সঠিক মনে করলে ডাউনলোড করে ফেলুন,সাইজ মাত্র ১৬৩ মেগাবাইট।
এটির কাহিনীও এক।/c drive/programs/magix/samplitude music studio ফোল্ডারে ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।কাজ শেষ।
PROGECAD PROFESSIONAL 2013
ক্যাড সফটওয়্যার আমার বোঝার বাইরে।এক সময় আর্টসের ছত্রাক(ছাত্র নামের কলংক)ছিলাম।যাইহোক যারা এই দূর্লভ সফটওয়্যারটির সমঝদার তারা এখানে ক্লিক করে আগে বিস্তারীত জেনে নিন।এরপর যদি মনে করেন সফটওয়্যারটি আপনার প্রয়োজন তবে ডাউনলোড করে ফেলুন।
সাইজ ২৯৬ মেগাবাইট।একক মিডিয়াফায়ার লিঙ্কে দেয়া হলো।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করে ফেলুন।এরপর (প্যা)চ ফাইলটি /c drive/programs/procad ফোল্ডারে প্রবেশ করিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।আর হ্যাঁ অটো আপডেট বন্ধ রাখতে ProgesoftUpdater.dll ফাইলটি ডিলেট করে ফেলুন।
আশা করছি যারা ক্যাড নিয়ে কাজ করেন তাদের উপকারে আসবে।
ASHAMPOO BURNING STUDIO 2013 (portable)
স্বাভাবীক একটা সিডি বার্ণিং সফটওয়্যার।আপনার ডিভিডি/মিউজিক কিংবা ছবি সিডিতে রাইট করানোর সফটওয়্যার।অতীতের পুরাতন ভার্সন নিয়ে আমি সহ অনেকেই টিউন করেছেন এই সফটওয়্যারটি নিয়ে।
মনে হয় বেশকিছু পরিবর্তন এনেছে এই সফটওয়্যারটিতে।ব্যবহার করলেই বোঝা যাবে কেমন।
ডাউনলোড মাত্র ৭২ মেগাবাইট।যারা আগ্রহী তারা নামিয়ে ফেলতে পারেন।
এটি পোর্টেবল তাই ব্যবহার করুন কোন প্রকার ঝামেলা ছাড়াই।তবে যারা প্রথম সফটওয়্যারটি ডাউনলোড করবেন তাদের ক্যাড সফটওয়্যারটি ছাড়া অন্য আর কোন সফটওয়্যার ডাউনলোড করার দরকার হবে বলে মনে হয় না।
তাহলে আজ এই পর্যন্তই।
সেীজন্যেঃ প্রবাসী ভাই