প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন আপনাদের অপেক্ষা করানোর জন্য। আসলে ব্যক্তিগত একটি সমস্যার কারণে অনেকদিন টিউনার পেইজেই আসতে পারিনি । মোটামুটি সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো কথা না বাড়িয়ে শুরু করছি ৩য় পর্ব।
গীটার শেখার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন প্রবল উৎসাহ। Practice and Practice । প্রচুর প্র্যাকটিস করতে হবে। পিক দিয়ে এবং পিক ছাড়া উভয় ভাবে বাজানোর Practice করতে হবে। ( পিক হচ্ছে ছোট্ট একটি প্লাস্টিকের ত্রিভুজ আকৃতির খণ্ড , যা দিয়ে গীটার বাজানো হয়) । প্র্যাকটিসের সময় চিন্তা করতে হবে- কি বাজানো হচ্ছে, কেমন সাউন্ড হচ্ছে এবং তা আপনার পছন্দ হচ্ছে কি না ? যখন বিরক্ত লাগবে, তখন হালকা রেস্ট নিয়ে আবার শুরু করতে হবে। ভাল গিটারিস্ট হতে হলে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। গত পর্বে আমারা finger introduction পর্যন্ত শিখেছি। আজ আমারা শিখবো Musical Alphabet.
The Musical Alphabet:–
Pitch:
Western world’s musical system এ English alphabet এর প্রথম seven letters বা বর্ণ ৭টি note or sound এর pitch রূপে ব্যবহৃত হয়।
বর্ণগুলি হল- A B C D E F G । ঐতিহাসিক কারণে বর্ণ গুলো Key Board অথবা হারমোনিয়ামে শুরু হয় C থেকে। অর্থাৎ এভাবে- CDEFGABC . তাই আমরা গীটারেও এই রুল টি ব্যবহার করবো।
Note:
নিদিষ্ট sound বা স্বরকে Note বলে । নোট মোট ১২টি যথা—
C-C#-D-D#-E-F-F#-G-G#- A- A#-B
অথবা এভাবে বলা যায় – A- A#-B -C-C#-D-D#-E-F-F#-G-G#
Octave:
একটি নোট থেকে একই নামের আরেকটি নোট এর distance কে Octave বলাহয়।
যেমন- A B C D E F G A – দেখুন এখানে A টি সব নোট শেষে করে আবার A কে টাচ করেছে। এটি একটি Octave.
এবং আমারা গীটার শেখার অনেক দূর এগিয়ে এসেছি। চলুন , এবার কিছু প্র্যাকটিস করি।
Fingering Practice:—–
Exercise 1. একবার সামনে থেকে পিছেনে আবার পিছন থেকে সামানে। খেয়াল রাখতে হবে যেন নোট বা সাউন্ড ক্লিয়ার ভাবে আসে।
——>
<——
String 6 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
String 5 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
String 4 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
String 3 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
String 2 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
String 1 |——|——-|——-|—-1—-|—-2—|—-3–|—-4—|——-|——–|——-|
Exercise 2. একঘর করে প্রতি string এ আগাতে হবে
——>
<——
String 6 |—1–|–2– –|—3—|— –4–|—– — |—– -|—– –|—- —|– — —-|——-|
String 5 |——–|—1– |—-2–|—-3—|—4—-|—- –|—- —|—- —|—– —|——-|
String 4 |—— |——- |—-1–|—-2—|—-3—|—4—|—— -|—- —|—– – –|——-|
String 3 |—— |——- |——- |—-1– |—2—-|—3—|—4—-|—- —|—- – —|——-|
String 2 |—— |——- |—— -|——– |—-1—|—-2–|—3—-|—4—-|—– — -|——-|
String 1 |—— |—— -|—— -|—— –|—— – |—-1–|—2—-|—3—-|—4—–|——-|
খুব শীঘ্রই ফীরে আসব…….চাঁদের বুড়া।
ধন্যবাদ কিন্তু আমার গীটার নাই।
গিটার নাই ।:-(
এতোদিন তো সহজই লাগতেছিল। এখন তো বহুত কঠিন লাগতেছে !!!
চাঁদের বুড়া ভাই অনেক জটিল ও মারাত্নক পোষ্ঠ । ।
এখন শিখতে পারব না । তাই সংগ্রহে রাখছি ।
কয়েকদিন পরে তো গিটার শিখা ,আমি হিট হই যামু ……তা অটোগ্রাফ এখন নিবেন না এক ঘন্টা পরে ?!!! :-D
ভাই গ্রম হইছেন?!! ডিম পোজ করবো!!!