সবাই কেমন আছেন ? আজকেও আশা করি ভালই আছেন , ভালো থাকেন আমি এটাই চাই কারন আমি সবসময় ভালো এর দলে ।যাই হোক আমি প্রতিদিন অনেক ভালো মানের টিউন দেখতেছি তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব । আমরা যারা ফ্রিল্যান্সিং এ নতুন তারা বেশির ভাগ সময় একই ভুল করে থাকি আর সেই ভুলের কারনে আমরা পেমেন্ট থেকে বন্চিত হই ।
একটা উদাহরন দেওয়া যাক : ধরুন আমি একটি কাজ নিলাম ওডেস্ক বা সিইওমার্টস থেকে , আমার কাজটি হলো ১০০ টি ফোরাম পোস্টিং বা ১০০ টি ফোরামে প্রোফাইল ক্রিয়েট করে বায়ারের লিংক এড করার আর প্রতিটি সাইটের পেই আর প্রতিটি সাইটের পেইজ রেংকিং ১ থেকে ১০ এর মধ্যে হতে হবে ।
সুতরাং আপনি কাজ না বুঝে করলেন ১০০ টি ব্লগ কমেন্ট তাও আপনার ইচ্ছামত , তারপর দুই একদিন পর কাজ সাবমিট দিয়ে দিলেন ।
তাহলে এখানে আপনার কাজ কতটুকু কি হল ?
যেকোন সাইট থেকে আপনি কাজ নিতে হলে আপনাকে আগে বুঝতে হবে আপনার বায়ার কি চাচ্ছে আর আপনার কাজটি করতে কেমন টাইম লাগবে , এখানে কাজটি করতে গেলে কোন সাইটের লিংক , কিওয়ার্ড বা আর্টিকেল আপনাকে আপনার বায়ার দিবে কিনা, বা না দিলে বায়ারকে মনে করিয়ে দিবেন । আপনার বায়ার যদি ভুলে যায় আপনি ২/৫ দিন পর লাউ কুমড়া দিয়ে কাজ জমা দিয়ে দেন তাহলে ভুল করবেন কারন বায়ার ১০০% স্যাটিসফাইড না হলে সে তার পেমেন্ট আপনার একাউন্ট থেকে ব্যাক করতে পারবে ।
চলুন একটা লাইভ প্রজেক্ট দেখি এবং দেখি বায়ার এখানে কি চাচ্ছে ?
চলুন এই লিংকে যাই ,তাহলে দেখুন বায়ার কি চাচ্ছে ?
এখানে বায়ার ৪৮ ঘন্টার মধ্যে ১০০০ + ব্লগ কমেন্ট চাচ্ছে যে কোন ব্লগ সাইটে এবং কোন প্রশ্ন থাকলে বায়ারকে মেসেজ দিতে বলছে ।
তাহলে চলুন দেখে আসি কিভাবে বিড করবেন এবং বায়ার কে পি এম দিবেন ।এখানে একটা কথা বলে রাখা ভাল আমি শুধু একটি সাইট দিয়ে উদাহরন দিচ্ছি আর বাকি যত মাইক্রো জব সাইট আছে সব একই নিয়ম । আর Want To Buy Marketplace এ কোন বায়ারের যেকোন কাজ দ্রুত করানোর জন্য ওনারা জব পোস্ট করেন । আর আপনি যে কাজ গুলো পারেন তা পোস্ট অপশন থেকে করতে পারেন , এখানে আপনার জব কম রেটের হলে বায়ার অর্ডার দিবে বা মেইল করবে ।
তাহলে চলুন দেখি Want To Buy Marketplace এ জব নিতে হলে কিভাবে বিড করবেন ।
আমরা এই লিংকে বায়ার কি চায় তা আগেই পড়েছিলাম তো এখন আমাকে বিড করতে হবে তা এখন আমি আমার একাউন্টে লদিন করব ।
তারপর Post a Job ক্লিক করে তারপর নিচের ছবির মত টাইটেল
, আপনার জবের রেট , তারপর আপনার জবের বিস্তারিত লিখুন ,
তারপর Instructions to Buyer এ ব্লগ কমেন্ট এর জন্য আপনার কি লাগবে তা লিখুন ।
তারপর ট্যাগ দিন , তারপর কতদিন সময় লাগবে তা লাগবে তা লিখে সাবমিট বাটনে ক্লিক করুন
এখন আপনার পোস্টটি অটোমেটিক অনলাইনে পাবলিশ হলো এবং আপনাকে বিড করতে হবে ।
এখন আপনি আবার ওই বায়ারের জবের লিংকে ক্লিক করুন ।তারপর নিচে গিয়ে দেখুন বিড করার অপশন করছে , বিড অপশনে ক্লিক করার আগে ড্রপডাউন মেনু থেকে আপনার জবটি সিলেক্ট করে বিড বাটনে ক্লিক করুন ।
তারপর দেখুন আপনার বায়ারের রিকুয়েস্ট এর নিচে আপনার বিড শো করছে এবং বায়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে এবং সে অনলাইনে আসলে আপনার সাথে যোগাযোগ করবে ।
তো আমার কথা যা ছিল যেকোন কাজ করার আগে ভালো করে বুঝে নিন তারপর কাজ করুন অযখা সময় নষ্ট করার কোন মানে নেই ।
পরিশ্রম করলে ভালো কাজের জন্য মিষ্টি থাকবেই । এইভাবেই আপনি যেকোন মার্কেটপ্লেস বিড করে কাজ নিতে পারবেন ।
তো ভালো থাকুন ।