ভাই, আমি পুরাই তাজ্জব বনে গেলাম। এইসব কি দেখতাছি!! গুগল এর নতুন একটা প্রজেক্ট এইটা। ট্রায়াল। কিন্তু জা দিছে না দেখলে গুগল কি জিনিস তা জানা হইবে না। এক্তু খুইলা বলি।
নাম গুগল গ্রাভিটি। মানে সব কিন্তু আছার দিয়া ফালাইয়া দিবে। আপনি নিচের এই লিঙ্ক এ ক্লিক করলে নরমাল এক্তা গুগল সার্চ পেজ চলে জাবেন। এখানে কন মজা নাই। কিন্তু মজা হইল অন্নখানে, পেজ এর যে কোন জায়গায় মাত্র এক্তা ক্লিক করেন। দেখেন সব কিছু খুইলা খুইলা পরতাছে। সব নিচে পইরা গেল। জেন গুলি কইরা পাখি ফালাইয়া দিলাম। এইবার গুগল এর জেই বড় লিখাটা আছে তার তো অজন একটু বেশিই!!! তাই অইটায় ক্লিক কইরা ধইরা সবগুলিরে বারি মারেন। দেখেন কি হয়। ছরায়া-বরায়া সব শেস। তবে কিন্তু এক্তা সরবনাশ করছেন এতক্ষনে। আপ্নের জেই সার্চ বক্স ছিল সেইটা কিন্তু ঊল্টাইয়া গেছে। সো এখন জাই লেখেন না কেনে, সব হইব উলটা। আবার সার্চ রেজাল্ট গুলিও ঠাস ঠাস কইরা মাটিত পরব।
আর কি বলব। এখন নিজেই দেইখা লন। একটু পিপাসা মিটান আরকি। হাহাহাহা এইখানে সেই কুখ্যাত লিঙ্ক।
জট্টিল একটা জিনিস
xotil…………..
হাস্য রসিকতার সাথে আপনার লেখার ধরন মন্দ লাগেনা । খুব মজার জিনিশ নিয়ে এসেছেন ।
উরি খোদা। শেষ পর্যন্ত গুগল রে উল্টাই দিলাম।হেহেহে।
উফফ… মজাই মজা… দারুন জিনিস :) থ্যাংঙ্কু ….. :D
জোশ একটা জিনিস।
জোটিল
হ মিয়া
This so cute………………………!!! :-) :-) :-)
মজা পাইলাম। মজা…………………………………
nice
হ, আপ্নেও নাইচ, কিন্তু কতা অইল, জারে ভালবাসেন তারে এহাইনেও লইয়া আইছেন নাকি?? :D :D :D
i lav sharna too
হেহেহেহে কয় কি। মিল্লা ঝিল্লা পেরেম করব নাকি।
আমার সমস্যা নাই
ভালই তো! :D
জটিল!! :D :D :D
nice hehehe
জোশ্ একখান মজা পাইলাম। :D
আবার জিগায় ভাই, আমি তো পুরাই তাজ্জব বনে গেছিলাম। পুরাই দুই ঘন্টা ভইরা আমি এইটা লইয়া পুতুল খেলা খেলছি। :D :D :D