দুনিয়া কত এগিয়ে গেছে সেই থাকে দুনিয়ার মানুষগুলো আরো বেশী এগিয়ে যাচ্ছে, বলা যায় মানুষগুলো এগিয়ে যাচ্ছে বলেই কিন্তু দুনিয়া এগিয়ে যাচ্ছেন। কি পেঁচিয়ে ফেলেছেন আমার কথা? তাহলে সহজ করে বলি? ভারতের চেন্নাইয়ের ২ ভাই ১৪ বছর বয়সী শ্রাবণ কুমারন ও ১২ বছর বয়সী সঞ্জয় কুমারন স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ডেভেলমেন্ট প্রতিষ্ঠান জিও ডাইমেনশনস পরিচালনা করছে। ২০১১ সালে নিজেদের বাড়িতেই এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করে ২ সহোদর।
সম্প্রতি জার্মানিভিত্তিক বহুজাতিক সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ‘এসএপি এজি’র উদ্যোগে বেঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫ হাজার ৫০০ দর্শকের সামনে এই সাফল্য নিয়ে বক্তব্য দেয় তারা। সঞ্জয় জানায়, দু’বছরে তারা ১১টি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে। এগুলোর সবগুলোই অ্যাপল আপ্লিকেশন স্টোর ও গুগল’স অ্যানড্রয়েড প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
শ্রাবণ জানায়, ২ কনিষ্ঠ প্রোগ্রামারের নির্মিত অ্যাপ্লিকেশনগুলো ৩৫ হাজারেরও বেশিবার ডাউনলোড হয়েছে। তাদের প্রথম অ্যাপ্লিকেশন ছিল অ্যাপল অ্যাপ স্টোরের ‘ক্যাচ মি কপ’। এই অ্যাপ্লিকেশনটি গত বছর বাজারে ছাড়ার পরপরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
চেন্নাই বায়েল’স বিলাবং ইন্টারন্যাশনাল হাই স্কুলের যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণী শিক্ষার্থী শ্রাবণ ও সঞ্জয় জানায়, একবার সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম তাদের স্কুলে গিয়ে ‘চোর-পুলিশ খেলা’ পছন্দের কথা জানিয়েছিলেন। সেখান থেকেই তারা এই গেমস অ্যাপ্লিকেশনটি তৈরি করার অনুপ্রেরণা পায়।
অবশ্য যাত্রার ২ বছর পার হয়ে গেলেও ১৮ বছর পূরণ হওয়ার আগ পর্যন্ত আইনত জিও ডাইমেনশনস-এর নিবন্ধন নিজেদের নামে করতে পারছে না শ্রাবণ ও সঞ্জয়।