“উইন্ডোজ এর পাঠশালা” পর্ব-২ এ সবাইকে স্বাগতম ! আমরা এই সিরিজে ধারাবাহিক ভাবে আপনাদের উইন্ডোজ এর নানা রকম সিক্রেট টিপস ট্রিক্স শেয়ার করবো ! এক সময় আলোচনা করবো উইন্ডোজ এর সিকিউরিটি নিয়ে ! এরি ধারাবাহিকতায় আজকে আমরা জানবো উইন্ডোজ এক্সপি এর ডিফল্ট গেম গুলো সম্পর্কে ! ইয়ে মানে কয়টা ট্রিক্স ও দিয়ে দিবো !
FreeCell
এই গেমে আপনি চাইলেই জয়ী হতে পারবেন খুব সহজ ভাবে ! ভাবছেন কিভাবে, আমিও ভাবছি ! দেখেন তো এই নিয়মটা ভালো লাগে নাকি !
ট্রিক্সঃ Ctrl + Shift + F10 চেপে ধরুন গেম চালু হবার সময়, এবার আপনাকে জিজ্ঞেশ করা হবে যে আপনি Abort, Retry বা Ignore কোনটা করতে চান ! এখন Abort এ ক্লিক করে দিন, এখন যে কোন একটা কার্ড মুভ করলেই আপনি গেমটি জিতে যাবেন !
Hearts
সমস্ত কার্ড দেখতে চাইলে একটু কস্ট করতে হবে ! একটা ক্লিক করুন Start বাটন এ, এবার Run এ, এখন লিখুন ‘Regedit’, এইবার এইটা নিচের মতো করে ইডিট করে দিন তো !
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Applets\Hearts
এবার গেম খেলে দেখুন তো , কি হলো !
Pinball
এই গেম এ অনেক ট্রিক্স রয়েছে,
যেটা পাবেন – Extra Balls
ট্রিক্স – 1max টাইপ করুন যখন আপনি একটা নতুন বল পাবেন !
.
যেটা পাবেন – Gravity Well
ট্রিক্স – gmax টাইপ করুন যখন আপনি একটা নতুন গেম শুরু করবেন !
যেটা পাবেন – Instant Promotion
ট্রিক্স – rmax টাইপ করুন যখন আপনি একটা নতুন গেম শুরু করবেন ! করে দেখুন কি মজা !
যেটা পাবেন – Test Mode
ট্রিক্স – Type hidden test টাইপ করুন যখন আপনি একটা নতুন গেম শুরু করবেন. এতে কোন নটিফিকেশন দেয়া হবে না ! মাউসের লেফট বাটন চেপে আপনি ডড়্যাগ করে বলটাকে ইচ্ছা মতো ঘুরাতে পারবেন ! এই মুড চলাকালীন সময় আপনি নিচের বাটঙ্গুলো চাপলে আরো সিক্রেট জিনিশ পেয়ে যাবেন !
H – Get a 1,000,000,000 High Score
M – Shows the amount of system memory
R – Increases your rank in game
Y – Shows the Frames/sec rate
যেটা পাবেন – Unlimited Balls
ট্রিক্স – Type bmax টাইপ করুন যখন আপনি একটা নতুন বল পাবেন, এতে কোন মটিফিকেশন দেয়া হবে না !কিন্তু আপনি একটা বল হারালে সাথে সাথে আরেকটা বল চলে আসবে !
বি.দ্রঃ এই ট্রিক্স চলাকালীন সময়ে আপনি আর কোন ট্রিক্স কাজে লাগাতে পারবেন না ! অন্য ট্রিক্স গুলো কাজে লাগাতে আপনি গেম নতুন করে চালু করবেন !
Solitaire
চমৎকার একটা গেম ! এতে তাৎক্ষনিক ভাবে বিজয়ী হবার জন্য Alt + Shift + 2 চেপে ধরুন গেম চালু হবার সময় !
এর আগের পর্ব যারা মিস করেছেন তাদের জন্য,
আর দরকার
ভাই আমার পিসি তে ছল্ব ত
আমার মাত্র ১ জিবি গ্রাফিক্স :D
Pinball
কোথায়1max টাইপ করতে হবে বুঝলাম না । রাসেল ভাই । যখন আপনি একটা নতুন বল পাবেন তখন ট্রিক্স – 1max টাইপ করতে হবে কি ?
যতোবার একটা করে নতুন বল পাবেন ততোবার এটা টাইপ করলে একটা করে এক্সট্রা বল পাবেন :)
তবে অনেকদিন ধরি না, যতোদুর মনে পড়ে একবারে একটার বেশি এক্সট্রা লাইফ নেয়া যায় না :)
অনেক ভাল লিখেছেন রাসেল ভাই, ধন্যবাদ।
ভাই গেম গুলো কী ভাবে খেলতে হয় সেটা শেখানোর একটা টিউন করলে অনেকের কাজে লাগবে। কারণ বেশীর ভাগ মানুষ গেম গুলো খেলতে জানে না। ধন্যবাদ।
ঠিক আছে নিশ্চই একটা টিউন করবো ,আপনাকে ধন্যবাদ !
দোস্ত , পুরাই ফাটাইয়া দিলা !!!!!!
এই গেমসে এখন আমিই জিতবো !!!!!!
যদিও আগে একটাও খেলতে পারতাম না । ;) :)
আমিও তো তেমন পারতাম না ! তয় এখন ভিন্ন কথা ;)
চালায়া জান
৭ এর গেমগুলার চিট জানেন ?
আবার জিগায় ! দারান সামনের পর্বটা তাইলে সেইটা নিয়া হবে !
হা হা! সব গেম এ আমি ই জিতব?! দেখে মজা লাগলো! :D
হে হে, এই তো নিয়ম !