টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কিসের কথা বলতে চাচ্ছি।বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ুক আর না গড়ুক,সাহায্য করুক আর না করুক, তরুন সমাজ নিজ উদ্যেগে ঠিকই ডিজিটাল বাংলাদেশ গড়বে।তথ্য-প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে সারা বিশ্বে নিজেদের মাথা উচু করে দাড়াবে।তাইতো আমি বাংলাদেশী শিশু কিশোরদেরকে ভার্চুয়াল পদ্ধিতে পড়াশোনা করাতে চাই । তাই ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করতে চাই।কিন্তু সমস্যা হচ্ছে ভিডিও রেকর্ডিং এ।ভিডিও রেকর্ডিং করার সময় বেকগ্রাউন্ড সাউন্ড ও রেকর্ডিং হয়।আমি ভিডিও রেকর্ডিং এর জন্যে camtasia studio8 ব্যবহার করি।কিভাবে বেকগ্রাউন্ড সাউন্ড ছাড়া শুধু ভয়েস রেকর্ডিং করবো।প্রফেশনাল ভিডিওগুলোতে ভয়েস অনেক সুন্দর লাগে।যদিও আমার ভয়েসটা এত সুন্দর না।কিভাবে এরকম মিস্টি ভয়েস দিয়ে পূর্ণাঙ্গ ভিডিও তৈরী করবো।আমি কিছু ভিডিও তৈরী করে তা ইউটিউবে আপলোড করছি।আশা করি ভিডিওগুলো দেখে গঠনমূলক মন্তব্য করবেন এবং কিভাবে আরো ডেভলোপ করা যায় আইডিয়া দিয়ে সাহায্য করবেন।
ইউটিউব লিংক এখানে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্য :আমি ভিডিও রেকর্ডিং এর জন্যে ব্যবহার করেছি…..
১.ল্যাবটব
২.হেডফোন-Logitec
৩.মাউস
৪.কিবোরড
হুম