এখানে আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি তাদের অনেকেই কম গতিসম্পন্ন কম্পিউটার ব্যাবহার করে থাকি। উইন্ডোজে কাজ করার সময় র্যামের কিছুটা অংশ পেইজ ফাইল হিসেবে জমা হয়ে থাকে ফলে কম্পিউটারের গতিও আরো কমে যায়। কিন্তু আমরা চাইলে এই পেইজ ফাইলগুলো ডিলিট করে পিসির গতি বাড়াতে পারি। এই কাজ করতে হলে আপনাকে নীচের পদ্ধতি স্ক্রীণশটসহ অনুসরণ করতে হবে।
প্রথমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে এডমিনিস্ট্র্যাটিভ টুলে যেতে হবে।
তারপর সেখান থেকে Local Security Policy তে যেতে হবে।
Local Security Policy তে ক্লিক করলে আরেকটা পপ আপ উইন্ডো খুলবে। সেখান থেকে Local Policies এ যেতে হবে।
এরপর সেখান থেকে Security Options এ যেতে হবে।
একদম নিচের দিকে একটা লিখা দেখতে পাবেন যে shutdown: clear virtual memory এখানে তা disable করা থাকবে।
আপনি তাতে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে এবং সেখানে আপনি enable করে পিসি রিস্টার্ট করে দিতে হবে। এরপর আপনি নিজেই পার্থক্যটা বুঝে নিন।
এই লিখাটি আগে আমার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়েছিল।
এই টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……….
Nice Post ……. :-)
good..post..
আদতে র্যামের পেজ ফাইলগুলোকে ক্লিন করে খুব বেশি গতি বাড়ানো সম্ভব নয়। আর এখন তো র্যামে গিগাবাইটের যুগ চলছে…যাদের পিসিতে ১, ২ জিবি বা তার বেশি র্যাম আছে তাদের এইসব ক্যারিক্যাচারের প্রয়োজন নেই
জানানর জন্য ১ টা লেতুশ পাতা আপনাকে ।