আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আসেন। আর এই কর্ম বাস্ত জীবনে ভাল থাকেন এটাই কামনা করি ।
আজ আমি আমি আপনাদের কে একটি সুসংবাদ দিব । ঢাকা ডন নামে একটি অন লাইন সংবাদ পত্র চালো হতে যাচ্ছে । সংবাদ পত্র টি ৫ টা ভাষাতে সংবাদ পরিবেশন করবে । প্রাথমিক পর্যায়ে ৩ টা ভাষা থাকছে । বাকি ২ ভাষা চালো হবে আর কিছু দিন পর । প্রাথমিক ৩ টা ভাষা হল বাংলা , ইংলিশ এবং আরাবি । ঢাকা ডন এর পক্ষ থেকে জানান হয় তারা যে পোর্টাল টি চালো করতে যাচ্ছে টা ইন্টারন্যাশনাল মানের হবে হবে বলে তারা আশা বাক্ত করেন ।
এখন পরীক্ষা মুলক ভাবে প্রচার চলছে । www.dhakadawn.com
ঢাকা ডন এখন থেকে সাংবাদিক আবেদন পত্র গ্রহন করছে । আবেদন করতে ঢাকা ডন এর ফেসবুক পেজে গিয়ে ফর্ম ফিলাপ করে করা যাবে । এতে যে কেও ফরমটি ফিলাপ করে ঢাকা ডন এর সাংবাদিক হবার সুযোগ টি নিতে পারবেন ।