গ্রামীণফোন এবং ইথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকরা তাদের ফোনে বিদ্যমান এয়ারটাইম ব্যালান্স ব্যবহার করে ইএটিএল অ্যাপস্টোর থেকে স্মার্টফোনের জন্য অ্যাপলিকেশন কিনতে পারবেন।
ইএটিএল অ্যাপস্টোরে বর্তমানে ৭০টিরও বেশি স্থানীয় অ্যান্ডরয়েড অ্যাপস গেমস আছে। প্রাথমিকভাবে গ্রামীণফোনের গ্রাহকরা m.eatlapps.com থেকে বিনামূল্যের অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং গেমস কিনতে পারবেন। বিটিআরসির অনুমোদনের পর তারা অ্যাপসও কিনতে পারবেন।
গ্রামীণফোনের হেড অফিসে এই সেবা উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এসময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, সিএমও অ্যালান বনকে, সিসিএও মাহমুদ হোসেন, ইএটিএল সিইও ড. নাজিমুদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
গ্রামীণফোনর সিইও বলেন, ‘গ্রামীণফোন সবাইকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। এই ধরনের উদ্যোগ আমাদের মোবাইল হেলথ, ই-এডুকেশন, ই-এগরিকালচারের মতো সেবা প্রসারে সহায়তা করেব।’
তিনি বলেন, ‘থ্রিজি এসব ক্ষেত্রে গ্রাহকদের আরো ভালো সেবা দেবে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন নতুন সেবা প্রচলনে সহায়তা করবে।’