ভাইরাস নিয়া সবাই মহা বিপদে আছে জানি আমি। সামনে কিছু ট্রিক্স দিবো ভাইরাস থেকে অনেক অনেক দুরে কোথায় হারিয়ে যাবার। যাই হক অনেক সময় একটি ফাইল নিয়ে দেখা যায় মহা বিপদে আছি তাই না? মানে এই ফাইলের মাঝেই ভাইরাস টা আছে কিন্তু দেখা যায় আপনার পিসির এন্টি ভাইরাস দিয়ে সেটা ক্লিন হয় না। তখন উপায়? উপায় হল আজকের এই পোস্ট। অনলাইলে যে কনো ফাইল এক সাথে স্ক্যান করে দেখাবে ৪১ শক্তিশালি এন্টিভাইরাস দিয়ে।
১। এখানে যান
২। এখন আপলোড করুন যেই ফাইলটা চেক করতে চান আপনি।
৩। তারপর শুরু হয়ে যাবে
৪। শেষ হলে আপনাকে রেসাল্ট জানিয়ে দিবে
ভাল অ্যান্টিভাইরাস থাকলে এতবার স্ক্যান করতে হয় না।
কাজের জিনিষ সন্দেহ নেই। কিন্তু এই দরিদ্র নেট স্পিড নিয়ে ফাইল আপলোডিং টাই বিরাট ঘাপলা। ৮০ মেগাবাইটের একটা রার ফাইলে ভাইরাস চেক দরকার, কিন্তু এই সাইজের ফাইল আপলোড করতেই একদিন লাগবে :(