সালাম সবাইক। আসা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত আমার সাথেই আছেন এইচটিএমএল টিউটোরিয়াল টিউন সমুহে। আজকে আমরা দেখব বর্ডার দিয়ে একটি টেবিল তৈরী করে এবং এর নিছে একটি বর্ডার ছাড়া টেবিল একটি টেবিল তৈরী করা। আসা করি সকলের কাছে ভালো লাগবে।
১) প্রথমে নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
২) নিচের মত কোডগুলো লিখুন।
<html> <head> </head> <body> <table border=”2″> <tr> <td>bangladesh</td> <td>sylhet</td> </tr> <tr> <td> bangladesh </td> <td>dhaka</td> </tr> </table> <br><br><table border=”0″> <tr> <td>bangladesh</td> <td>sylhet</td> </tr> <tr> <td> bangladesh </td> <td>dhaka</td> </tr> </table> </body> </html> |
৩) এখন ফাইল টিকে table.html নামে সেইভ করুন।
৪) যেকোন একটি ব্রাউজার দিয়ে ওয়েভ পেইজ টিকে Open করুন।
সবাইকে অনেক ধন্যবাদ। স্বার্থপর না হয়ে দোয়া করে মন্তব্য করবেন আসা করছি। আবারো ধন্যবাদ সবাইলে। HTML এর সাথেই থাকুন সবাই।
আমি আপনার পোস্টের আমি নিয়মিত পাঠক। আমার কাছে আপনার প্রতিটি পোস্টই ভালো লাগে এবং আপনি গঠনমূলক পোস্ট করেন এজন্য আপনাকে ধন্যবাদ।