দিন দিন সখের ছবিয়াল বেরেই চলেছে প্রযুক্তির কল্যাণে। হাতের কাছে সামান্য মেগা পিক্সল এর ক্যামেরা ওয়ালা মোবাইল থাকলেও ছবি তলা কিন্তু আমরা বন্ধ করি না। যতই দিন যাবে প্রযুক্তির কল্যাণে নিজেদের মাঝে মেধার বিকাশ বেরেই চলবে। তাই আজকে নিয়ে এসেছি ১০টি দুর্দান্ত ছবি এডিটিং এর সফটওয়্যার। নিজের সখের ছবি গুলোর মাঝে একটু ডিজিটাল আমেজ দিতে ভুলেও ভুলবেন না জেনো। তাহলে আর দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন।
1) Paint.net
2) Photopos
3) PEdit
4) Irfan View
5) Stoik Imagic
6) Digikam
7) Visual Box
8 ) My Paint
9) Paint Star
[ad2]
সত্তিই দুর্দান্ত।
দারুন ডাইস ভাই
অনেক ধন্যবাদ
দারুন! অনেক কাজে আসবে! :D
post valo laglo…download kora dekhi
অসাধারণ। চালিয়ে যান।
আসলেই চমৎকার সব সফট !!!!!!!!!!
চমৎকার সব ইডিটিং সফট ! নতুন ডিজাইনাররা এগুলা দিয়ে শুরু করতে পারে তাদের কাজ ! তবে পুরানরা মানে বুড়ারা ফোটোশপ/গিম্প আর ইলাস্ট্রেটর চলে আসবেন ;)
ধন্যবাদ !