হ্যলো আপনারা সবাই কেমন আছেন। আপনাদের টিওনার পেজ এর অ্যড্রেস পাই আপনাদের এই সাইটের একজনের কাছ থেকে। টিয়োনার পেজ টা আমার খুবভাল লাগছে। আর আমার মনে হয়েছে আমি সাহায্য এখানেই পাবো। আসলে আমি একটি ব্লগ করতে চাই যা কেবল কলেজের ছাত্র-ছাত্রীরা ব্যবহার করবে শিক্ষামূলক ব্যপারে। আমি ব্লগটা সাধারন ভাবে করতে চাই। কিন্তু যে পোষ্ট গুলো বেশি গুরুত্বপূর্ন হবে সেগুলো আপনাদের সাইটের মত সবার উপরে স্লাইট শো করবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ন ব্যপার হলো আমি/আমরা চাই যাতে যে ব্লগে যেতে চাইবে তাকেই রেজিষ্ট্রেশন করতে হবে। আর ব্লগের ওয়েব অ্যাড্রেসে গেলে পেইজের উপরে একটা ছোট পেইজ আসবে যেটায় লেখা থাকবে “এই ব্লগ ব্যাবহার করতে হলে প্রথমে আপনাকে রেজিষ্ট্রার হতে হবে।ঠিক যেমন টিওনার পেজ এর হোমপেজ এ গেলে কিছুসময় পরে উপরের দিকে একটা আলাদা নোট পেজ আসে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই কাজ দুটা করার জন্য এ কোথায় কি কোড লিখতে হবে আমি জানি না । তাই দয়া করে যদি আমাকে এই সাহায্য টুকু করেন তাহলে আমি চিরদিন কিতজ্ঞ থাকব।
http://www.blogdoctor.me/2009/02/custom-slideshow-gadget-for-blogger.html — কষ্ট করে এটা পড়ুন ,কিছুটা হলে বুঝবেন । । ।
একটি blog সাইট বানাটে যা যা প্রয়োজন সব ওই লিংকে পাবেন । । ।।
ধন্যবাদ টিউনার পেজের সাথেই থাকুন ।। । ।
আমার পক্ষে সাহায্য করা সম্ভব না….এড্রেসটা দিলে একটু ঢু মেরে আসতাম