আসসালামু আলাইকুম। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি। বাংলাদেশের একটি স্বল্প আয়ের দেশ।আয়তন কম হলেও এর রয়েছে বিশাল জনশক্তি। তবে এই বিশাল জনশক্তিই হতে পারে দেশ গড়ার হাতিয়ার। দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছে। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। আবার এই তরুণদের মধ্যে সফল ব্যক্তিত্বের সংখ্যা অনেক। আবার অনেকেই সফল হতে পারেন না। ফ্রিল্যান্সিং এ সফল না হতে পারার অন্যতম মূল কারন হতে পারে কাজ না শিখেই আয় করার মানসিকতা। আবার এখানেও রয়েছে সমস্যা। এ দেশের মত গরীব একটি দেশে লোকের পক্ষে কাজ শেখার জন্য ৫-১০ হাজার টাকা যোগার করা সত্যিই অনেক কষ্টকর ব্যাপার।
আবার অনেকে ঢাকার বাইরে থাকার কারনেও এই ফ্রিল্যান্সিং শেখা থেকে বঞ্চিত হয়। এতে করে তুমুল ইচ্ছা এবং আগ্রহ থাকার পরেও অনেকেই কিছু করতে পারে না। ঠিক তাদের কথা বিবেচনা করেই অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এল ঘরে বসে প্রফেশনাল মানের ট্রেনিং। এই ট্রেনিং আপনি করতে পারবেন ঘরে বসে এবং অতি অল্প খরচে। হ্যাঁ, আমি ভিডিও টিউটোরিয়াল এর কথা বলছি। এসইও এবং অনলাইনে আয় এর উপর বানানো হয়েছে এই ভিডিও টিউটোরিয়াল। এতে করে এটি আপনি যে কোন জেলা এমনকি বাংলাদেশের বাইরে থেকেও সংগ্রহ করে ঘরে বসে এসইও এর কাজ শিখতে পারবেন। কারন এই ভিডিও টিউটোরিয়াল গুলো আপনার কম্পিউটার এর প্লে করলে কিভাবে কাজ করতে হয় তা সরাসরি দেখতে এবং একই সাথে শুনতে পাবেন। ফলে আপনি ঘরে বসে বার বার দেখে অনুশীলন করে কিছু দিনেই দক্ষতা অর্জন করতে পারবেন। নিচে এই এসইও শেখা ডিভিডি সম্পর্কে বিবরণ দেয়া হল।
বাংলাদেশে এই প্রথম একসাথে পূর্ণাঙ্গরূপে SEO শেখা এবং তার সাথে ফ্রীল্যান্সিং তথা অনলাইনে আয়ের উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল!
টিউটোরিয়াল এর বৈশিষ্ট্যঃ
১. সবগুলো ভিডিও বাংলা ভাষায়
২. SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় জিনিস এর উপর ভিডিও লেসন
৩. প্রত্যেকটি কাজ হাতে কলমে করে দেখনো
৪. একদম নতুনরাও যাতে বুঝতে পারে এবং আয় করতে পারে তার জন্য বিশেষ ভাবে তৈরী
৫. SEO ভালভাবে শেখার পর প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল
৬. প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং বাংলা পিডিএফ বই
৭. এসইও শেখা হয়ে গেলে অনলাইনে কিভাবে আয় করবেন এবং কোথা থেকে শুরু করবেন
৮. পূর্ণাঙ্গ ওডেস্ক টিউটোরিয়াল
৯. মোট ভিডিও লেসন এর সংখ্যা ১০০টি+
১০. প্রত্যেকটি লেসন অতি সহজ ভাষায় উপস্থাপিত
১১. ভিডিও গুলো বার বার দেখে প্রাকটিস করে যথাসম্ভব দক্ষতা অর্জন করতে পারবেন
১২. মান সম্মত প্রফেশনাল লেভেলের কোর্স ঘরে বসে অতি স্বল্প খরচে!
১৩. মাত্র একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, ভিডিও গুলো বার বার দেখে ভালভাবে নিজের প্রয়োজন মত প্র্যাকটিস করার মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব।
১৪. সাথে ২৪/৭ সাপোর্ট এর ব্যাবস্থা রয়েছে আমাদের স্কাইপ এবং ফেসবুক গ্রুপ এর মাধ্যমে।
সব মিলেয়ে এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স এর সাথে তুলনা করতে পারেন।
ডিভিডি এর মুল্যঃ
Price- 400 taka only! (চারশ টাকা মাত্র!)
ডিভিডি যেভাবে পাবেনঃ
(দেশ এবং দেশের বাইরে যে কোন স্থান থেকেই সংগ্রহ করতে পারবেন এই টিউটোরিয়াল ডিভিডি)!
ঢাকায় যেখানে ডিভিডি পাওয়া যাবে ঃ
সরাসরি হাতে হাতে ডিভিডি নিতে চাইলে আপনাকে ঢাকার মধ্য বাড্ডায় আসতে হবে। মধ্য বাড্ডা ওভার ব্রিজ এর নিচে নেমে, রাস্তার পশ্চিম পাশে দেখবেন বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুল এর গলির মুখেই S.A. Complex নামে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর নিচ তলায় N.W. Computers নামের এই দোকান থেকে ডিভিডি টা হাতে হাতে নিতে পারবেন। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারন কোন কারনে দোকান বন্ধও থাকতে পারে। এই টিউটোরিয়াল সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। 01674900733, (সকাল ৯টা থেকে রাত ১০টা)।
ঢাকার বাইরে থেকে সরাসরি ঘরে বসে পেয়ে যাবেন ডিভিডিঃ (ডিভিডি পেয়ে মুল্য পরিশোধ করুন)
Rokomari.com এর মাধ্যমে আপনারা সারা দেশের যে কোন প্রান্ত থেকেই এই ডিভিডি ঘরে বসে পেয়ে যাবেন। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করবেন। ডেলিভারি খরচ মাত্র ৩০ টাকা।
ডিভিডি কিনতে সরাসরি ফোন দিন এই নম্বরে- 01841 114 114 অথবা, 01841 115 115 এবং বলুন আব্দুল কাদের ভাই এর SEO এবং অনলাইনে আয় টিউটোরিয়াল নিতে চাই এবং আপনার ঠিকানা দিন। ব্যাস আপনার কাজ শেষ। ঘরে বসেই পেয়ে যাবেন টিউটোরিয়াল। ডিভিডি হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন। (এই নম্বরটি রকমারি.কম এর নম্বর। কেবল ডিভিডি অর্ডার করতেই এই নম্বরে ফোন দিবেন। ডিভিডি সম্পর্কে কিছু জানার থাকলে নিচে দেয়া নম্বরে ফোন দিন।)
DVD সম্পর্কে কিছু জানার থাকলে ফোন দিন- 01674900733
বাংলাদেশের বাইরে থেকে নিতে চাইলেঃ
বাংলাদেশের বাইরে থেকেও আপনি এটি নিতে পারবেন। উল্লেখ্য, ভারত, ইটালি, জাপান এবং যুক্তরাজ্যে অত্যন্ত কম খরচে পাঠানো সম্ভব। এর জন্য ই-মেইল করুন- [email protected], অথবা মেসেজ দিন- +8801674900733 এই নম্বরে।
ডিভিডি এর টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানুনঃ
টিউটোরিয়াল ট্রেইলার দেখুন ঃ
টিউটোরিয়াল এ কি কি থাকছে তা জানতে এখানে ক্লিক করুন।
এই টিউটোরিয়াল এর একটি ভিডিও ডেমো দেখুন এখানে ঃ
লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
আমাদের এই টিউটোরিয়াল এর ভিডিও গুলো আপনার ফ্রীতে পেতে পারবেন, এর জন্য আমাদের সাইটে নিয়মিত যোগাযোগ রাখুন এবং আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। এখানে ক্লিক করুন।