আসসালামু আলাইকুম,
আগের পোস্ট এ আমরা দেখেছিলাম কি করে SD Card হতে অ্যাপ্স বা গেম ইন্সটল করতে হয়,
দেখা গেল ইচ্ছামত অ্যাপস বা গেম ডাউনলোড দিলাম কিন্তু ফোন এ ঢুকানোর পর দেখাচ্ছে Unsupported Unavailable. তখন মেজাজ টা পুরাই গরম হউয়া অবস্তা।
এর কারন হল country. কিছু কিছু apps & games ভিবিন্ন রিজিওনের জন্য ফিক্স। যেমন নোকিয়া এর Nokia music app টি আপনি বাংলাদেশ থেকে ইন্সটল দিতে পারবেন না । আর যদি বাই ডিফল্ট ইন্সটল থাকে তো আপডেট ইন্সটল করতে পারবেন না
সমাধান আছে
Start >Settings
>Language & Region
এইখানে দেখেন Country – Bangladesh দেয়া আছে,চেঞ্জ করুন নিচের মত করে ,
Language-English
Country –United States
Browser & scearch language- English (United states)
চেঞ্জ করার সাথে সাথে ফোন রিস্টার্ট করার একটা অপশন দেখাবে অই টা ক্লিক ও রিস্টার্ট করুন। ব্যাস কাজ শেষ । এখন store > SD card এগিয়া দেখুন Unavailable Apps & games গুলা সব Available দেখাবে।
যারা Nokia Music App টি আপডেট করতে পারছেন না তারাও এই পদ্ধতিতে আপডেট করে নিতে পারেন।
“নিজে কপি পেস্ট থেকে বিরত থাকুন , অন্যকেও কপি পেস্ট হতে নিরুৎসাহিত করুন । কপি পেস্ট নিজের সুপ্ত সম্ভাবনা কে নষ্ট করে” “ SAY NO TO কপি পেস্ট ”।
আগের পোস্টঃ উইন্ডোজ ফোন ৮ এ মেমোরি কার্ড হতে অ্যাপ ইন্সটল
ভি,আপনাক অনেক থাঙ্কস উইন্ডোজ ফোন নিয়া টিউন করার জন্ন……..ভালো হচ্চে চালিয়ে যান.র উইন্ডোজ ফোন এ কি ইন্টারনেট এক্সপ্লোর ছাড়া র কোনো ব্রাউসার উসে করা যাবে না? PLASE কমেন্ট
UC Browser , Touch browser, non official firefox, explora browser , sruf qube broser available now, you can try.
ভাই কিভাবে চালাব একট যদি বলতেন …ইন্টারনেট এক্সপ্লোর এর আইকন দিয়া থাকে BUT অন্য Browser কথা থেকে চালাব? UC Browser , Touch browser, non official firefox, explora ব্রাউসার হতে উইন্ডোজ ফোন একোনটা বেশি ফাস্ট ??