আসসালামু আলাইকুম,
আমরা খুব কম ই উইন্ডজ ফোন ইউজ করি। উইন্ডোজ ফোন এর বিরাট প্রলেম টা হল এর কোন ফাইল এক্সপ্লরার নাই।।
আজকে আমি লিখব উইন্ডোজ ফোন ৮ এ কিভাবে মেমোরি কার্ড হতে অ্যাপ ইন্সটল করতে হয়।
প্রথমেই আপনি আপনার পিসি দ্বারা নিচের ওয়েব সাইট ভিসিট করুন ….
তারপর apps+games
Apps Or Games:
আপনার পছন্দ মত যে কোন একটি অ্যাপস বা গেম এ ক্লিক করুন,
তার পর নিচের দিকে download and install menually তে ক্লিক করুন।
ব্যাস ডাউনলোড হয়ে গেল।
আপনার যত খুশি অ্যাপস ডাউনলোড করে নিন। ফাইল এক্সটেনশন .XAP। এখন আপনার অ্যাপস গুলা মেমোরি কার্ড এ নিতে হবে।
আপনার মেমরি কার্ড টি খুলে কার্ড রিডার এর মাধ্যমে করতে পারেন, এর থেকে ভালো ফোনটি কেবল এর মাধ্যমে পিসিতে লাগান।ফোন লাগানোর সাথে সাথে একটা পপ আপ বক্স আসবে,Browse file এ ক্লিক করুন।
মোট কথা পিসিতে Windows Phone নাম এ একটা ড্রাইভ তৈরি হবে।
*Phone * SD Card
তারপর SD Card এ অ্যাপস ও গেম গুলা কপি করুন।
এবার ফোনটি ডিসকানেক্ট করুন।
ফোন টি অফ করে অন করুন।
ফোন এ স্টার্ট মেনু থেকে STORE এ ক্লিক করুন (নেট কানেকশন চালু থাকতে হবে)
SD Card ক্লিক করুন(start >store
>SD Card) ।
অ্যাপ্সগুলা দেখাবে, মার্ক করে ইন্সটল এ ক্লিক করুন ব্যাস কাজ শেষ।
**Bluetooth দিয়া ট্রান্সফার করলে হবে না।
**উইন্ডোজ ফোন ৮ লাগবে
**যে অ্যাপ্স বা গেম টি ডাউনলোড করলেন সেটির আপডেট কোন ভারশন বের হলে পুরাতন টি আর ইন্সটল করা যাবে না (মোবাইলের SD Card এ show ই করে না ) । সেক্ষেত্রে নতুন করে ডাউনলোড করতে হবে।
কোন অ্যাপ্স বা গেম যদি অই সাইট হতে মাইক্রোসফট ডিলিট করে দেয় অই অ্যাপস টি ও show করে না।
** কিছু কিছু অ্যাপ্স Unavailable দেখায় সমাধান পরের পোস্ট এ।
উইন্ডোজ ফোন এ Unavailable apps and Games সমস্যার সমাধান………
“নিজে কপি পেস্ট থেকে বিরত থাকুন , অন্যকেও কপি পেস্ট হতে নিরুৎসাহিত করুন । কপি পেস্ট নিজের সুপ্ত সম্ভাবনা কে নষ্ট করে” “ SAY NO TO কপি পেস্ট ”।