মশার উৎপাত থেকে নিস্তার পেতে অদৃশ্য হওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা। এটির নাম দেয়া হয়েছে ‘কাইট প্যাচ’। এই ছোট্ট যন্ত্রটি পোশাকের মধ্যেই রাখা হবে। এর ফলে বিভিন্ন কীটপতঙ্গের কাছে অদৃশ্য থাকবে ব্যবহারকারী। এটি কাজ করবে একটানা ৪৮ ঘণ্টা।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও অলফ্যাক্টর ল্যাবরেটরির গবেষকেরা এই যন্ত্রটি উদ্ভাবন করেন। এ কার্যক্রমে সহায়তা করছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। যন্ত্রটি পরীক্ষা করার জন্য প্রথমে আফ্রিকার দেশ উগান্ডাতে ব্যবহার করা হবে। এই অঞ্চলে মশা ও অন্যান্য কীটপতঙ্গের উৎপাত অনেক বেশি।
এটি তৈরিতে কোন রকম বিষাক্ত বস্তু ব্যবহার করা হয়নি। মশাসহ বিভিন্ন কীটপতঙ্গ মূলত কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে আক্রমন স্থান সনাক্ত করে থাকে। রক্তের সন্ধানেও তারা এ পদ্ধতি ব্যবহার করে। তাদের এই সনাক্ত করার পদ্ধতিতে বাধা দেবে কাইট প্যাচ। ফলে মশাদের কাছে অদৃশ্য থাকবে গ্রাহকেরা।
সব দেশে ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছে বলে এটি। এর বিক্রয়মুল্য একেবারেই হাতের নাগালে। মাত্র ১০ ডলারে ১০টি কাইট প্যাচ পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি মিনিটে একজন করে শিশু ম্যালেরিয়ায় মারা যাচ্ছে। ২০১০ সালে এ রোগে বিশ্বে প্রায় ছয় লাখ ৬০ হাজার মানুষ মারা যায়। এর মধ্যে বেশির ভাগই ছিল আফ্রিকার অধিবাসী। এ জনগোষ্ঠীর জীবন বাঁচাতে যন্ত্রটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকেরা। একই সাথে মশাবাহিত অন্যান্য রোগের পরিমাণও কমে আসবে বলে আশা করেন তারা।
কবে আমাদের কাছে পাব জিনিসটি……………………..
থাঙ্কস