মহাশূন্যে রাশিয়ার বিলাসী হোটেল
যে রাশিয়া পৃথিবীর বাইরে প্রথম কোন মানুষ পাঠিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল তারাই এবার চমৎকার এক ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এবার তারা মহাশূন্যে বানাবে বিশাল এক হোটেল। এর নাম দেয়া হয়েছে দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন। মহাকাশ ভ্রমণ করতে মুখিয়ে আছে এমন পর্যটকদের জন্যই এ ব্যবস্থা।
ওই হোটেলটি পর্যটকদের নিয়ে পৃথিবী থেকে ২১৭ মাইল ওপর দিয়ে পৃথিবীকে পরিভ্রমণ করবে। আর তাতে রোমাঞ্চিত হবেন পর্যটক। এজন্য তারা যে নভোযান আকৃতির হোটেল বানানোর পরিকল্পনা করেছে তাতে এক সঙ্গে যেতে পারবেন ৭ জন পর্যটক। এতে আছে চারটি কেবিন।
আছে বিশাল ২১৭ মাইল ওপর থেকে পৃথিবীকে দেখতে কেমন দেখায় তা অবলোকনের জন্য বিশাল জানালা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরও বলা হয়েছে, মহাকাশে এ হোটেল তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ান কোম্পানি অরবিটাল টেকনোলজিস। এটি চালু হবে ২০১৬ সাল নাগাদ।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) নভোচারিরা যেভাবে সয়ুজ নভোযানে করে যেতে পারেন সেভাবেই মহাকাশ ভ্রমণবিলাসীরাও এই হোটেলে পৌঁছাবেন। অরবিটাল টোকনোলজিসের কর্মকর্তা সের্গেই কস্টেনকো জানিয়েছেন, মহাশূন্যেই বানানো এ হোটেলে থাকার ব্যবস্থা হবে খুবই আরামদায়ক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেসব সুবিধা রয়েছে তার চেয়েও বেশি সুবিধা থাকবে ‘দ্য কমার্শিয়াল স্পেস স্টেশন’ নামের এ হোটেলটিতে।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যে কক্ষপথে আবর্তন করে সে কক্ষপথেই চালু হবে এটি। হোটেলে খাবার অর্ডার দেয়ার বা খাবার পরিবেশন করার জন্য আলাদা কোন বেয়ারা থাকছে না। তবে, পছন্দের খাবার ঠিকই খেতে পাবেন অতিথিরা। এ জন্য পৃথিবী থেকে সেরা রাঁধুনীদের দিয়ে রান্না করিয়ে নিজের স্যুটে ভরে নিতে হবে তা। তবে, একটি বিষয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা হচ্ছে মোটেও এলকোহল পান করা যাবে না এ হোটেলে। এ হোটেলে একটু ঢুঁ মারতে চাইলেও বড়ো অঙ্কের অর্থ খরচ হবে। পাঁচদিন কাটাতে খরচ পড়বে সাড়ে ৩ লাখ পাউন্ডের মতো।
…………….:……………….:…………………:…………………….:………………….:……………………:……………..
বুলেটপ্রুফ জ্যাকেটের জায়গা বুলেটপ্রুফ চামড়া
এবার বুলেটপ্রুফ জ্যাকেটের জায়গা দখল করে নেবে বুলেটপ্রুফ চামড়া। ডেনমার্কের একদল বিজ্ঞানী বুলেটপ্রুফ চামড়া তৈরির চেষ্টা চালাচ্ছেন। বস্ত্রটির ওজন হবে দুই দশমিক ছয় গ্রাম ৩২৯ মিলিগ্রাম ।বস্ত্রটি মানুষের শরীরের সঙ্গে লেপ্টে থাকবে। কোনো বুলেট কৃত্রিম এই চামড়া ভেদ করে ঢুকবে না । বিজ্ঞানীরা ছাগলের দুধ নিয়ে এক প্রকার প্রোটিন তৈরি করছেন যা মাকড়শা জাল তৈরিতে ব্যবহার করে। এই প্রোটিন দিয়েই বিজ্ঞানীরা একপ্রকার বস্ত্র নির্মাণ করার চেষ্টা করছেন। ‘মাকড়শার জাল’ নামের এই প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা মাকড়শার জিন থেকে একজন বুলেটপ্রুফ মানুষ তৈরি করার চেষ্টা করছেন।
…………….:……………….:…………………:…………………….:………………….:……………………:……………..
নিজস্ব ফটো শেয়ারিং টুল এখন টুইটারে
এবার আলোচিত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার চালু করেছে নতুন আরো একটি ফটো শেয়ারিং টুল । টুইটারে টুইটপিক ও ওয়াইফ্রগের মতো দুটি ফটো শেয়ারিং টুল ইতিমধ্যেই চালু আছে। নতুন এই টুল অনেকটাই টুইটপিক ও ওয়াইফ্রগের মতো।
গত জুনে চালু হওয়া এই শেয়ারিং টুলটি ইতিমধ্যে টুইটারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
টুইটারের ওয়েব সাইটে “What’s Happening?” বক্সে ক্লিক করলে নিচের দিকে একটি ক্যামেরা আইকন দেখা যাবে। টুইটার ব্যবহারকারীরা ওই আইকনে ক্লিক করে ছবি আপলোড করতে পারবেন।
এই ফটো শেয়ারিং টুলটি তৈরি করেছে ফটোবাকেট নামের একটি প্রতিষ্ঠান। আর আপলোড হওয়া ছবির হোস্টও এই ফটোবাকেট। এতে ৩ মেগাবাইট পর্যন্ত ছবি আপলোড ও ১৪০ অক্ষর টুইট করা যাবে বলে জানা গেছে এ ক্ষেত্রে ৩ মেগাবাইট পর্যন্ত ছবি ও ১৪০ অক্ষর টুইট করা যাবে বলে জানা গেছে।
তবে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এ মুহূর্তে সুবিধাটি কার্যকর হয়নি। শিগগিরই স্মার্ট ফোনে এই সেবা কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। অপর দিকে অ্যাপল এই সেবা কার্যকর করার জন্য মোবাইলে নতুন অপারেটিং সিস্টেম চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে।
…………….:……………….:…………………:…………………….:………………….:……………………:……………..
সৌরশক্তি নির্ভর সেচযন্ত্র চালুর উদ্যোগ
দেশের প্রতিটি গ্রামকে সৌরশক্তি চালিত সেচযন্ত্র ব্যবহার কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বিসিসিআরএফের অধীনে একটি পাইলট প্রকল্প হাতে নিচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ইউএসএআইডির সহায়তা চেয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ও ইউএসএআইডির মিশন প্রধান রিচার্ড গ্রিনের সঙ্গে বৈঠকে সোমবার এ সহায়তা চান প্রতিমন্ত্রী।
এই দুই মার্কিন কর্মকর্তা সোমবার প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যান।বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী ক্লিন এনার্জি প্রকল্প নেওয়া হচ্ছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং বাংলাদেশের ক্লিন এনার্জি’র উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র সেচ প্রকল্পে সৌরশক্তি ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে ‘অভ্যন্তরীণ বায়ু দূষণ কমাতে বাংলাদেশের গ্রামঞ্চলে বেশি করে জ্বালানি সাশ্রয়ী রান্নার চুলা ব্যবহার নিশ্চিত কতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উদ্যোগের কথা মন্ত্রীকে অবহিত করেন।প্রতিমন্ত্রী মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশান প্ল্যান সম্পর্কে অবহিত করেন এবং এই প্রকল্পের অধীনে বিভিন্ন প্রকল্প নিতে ইউএসএআইডির অব্যাহত সহযোগিতা কামনা করেন।বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র – ইউকে বিডি নিউজ। ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। :-D :-D :-D
gasikakhan আপনি সরাসরি লিঙ্ক দেন, প্রমাণ ছাড়া কোন কথা বলবেন না !
রাসেল বুঝনাই এর মাধ্যমে ওর সাইট এর অ্যাড করছিলো। আমি ওর অ্যাড টা মুছে দিলাম।
আপনি মনে হয় মজা করতে আসছেন? খবর কি উনি বানিয়ে বানিয়ে বলবে? তাও এক কমেন্ট ৩ বার? হয় অন্য কে টিউন করতে উৎসাহিত করুন, নাহয় নিজে ভালো টিউন করুন, নাহয় দূরে গিয়া…(এটুকু শালিনতা রাখলাম, টিউনার পেজ এর সম্মানে)।
ট্রাই করেন দুরন্ত ভাই!
আরে দারুন সব খবর শেয়ার করেছেন তো !
ধন্যবাদ রাসেল১৩ !
আমি মহাশূন্যে একবার লাফ দিতে চাই!! :D