আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভালোই আছেন। আমাদের অনেক এরই কোনো না কোনো ওয়েবসাইট বা ব্লগার আছে। কিন্তু দেখা যায়। ওয়েবসাইট এর এলেক্সা রাঙ্ক অনেক কম অথবা এলেক্সা রাঙ্কই নেই। তাদের জন্য শুধু এই পোস্ট করলাম। তাই কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর ভিসিটর এবং ওয়েবসাইট রাঙ্ক বাড়াতে হয় তা নিয়ে আলোচনা করবো। আপনার alexa rank কিভাবে বাড়াবেন। তা নিম্নে লেখা হলো।
–প্রথমে এই ওয়েবসাইট এ সাইন উপ করবেন-
http://members.upmyrank.com/refer.php?rid=16283
আমি এখানে referral link দিলাম, মনে কিছু নিবেন না। সাইন আপ করার পর একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলবে তা ডাউনলোড করে নিবেন। মাত্র-১০০KB. ডাউনলোড করার পর সফটওয়্যারটি অন করুন। আপনার দেয়া ইমেইল এবং password দিয়ে সাইন ইন করুন এবং অটো রেফেরিং করুন। আপনার ওয়েবসাইট এর ভিসিটর এর সাথে রাঙ্ক বারবে।
এখানে কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন। www.appforpc.co.vu
|
http://www.appforpc.co.vu
আমিও বুঝলাম না!!! :D একটু বিস্তারিত জানাবেন। :)
আসলে এটি একটি ট্রিকস। এই website-এ sign up করে ও software-টি install করে auto surfing-এর মাধ্যমে আপনি আপনার website-এর alexa rank বাড়াতে পারেন।
http://www.ziddu.com/download/16237611/upmyrank.zip.html
যত বেশি surfing করবেন, তত বেশি visitor বাড়াতে পারবেন। এতে করে আপনার website-এর alexa rank-o বাড়বে।
ex: 1000 credit জমলে আপনি ৫০০ visitor পাবেন।
কিচ্ছু বুজলাম না, মাথায় ঠিক মতো ধুকলো না ! আরেকটু সুন্দর করে বলেন তো !
Ha ha ha