আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কিভাবে ছয়টি ৯ দিয়ে ১০০ হয়?
জেনে নিন ….
অনেক ভেবেও মেলাতে পারিনি ছোটবেলায়, কিন্তু এখন পারি আর ভাবি এতো সহজ হিসাব পারিনি ছোটবেলায় তাহলে এখন সবাই কে সিখিয়ে দিচ্ছি
(৯/৯) + ( ৯ গুন ৯) + ( ৯ + ৯)
= ১ + ৮১ +১৮ = ১০০
ভাল লাগলে Facebook পেইজে লাইক দিবেন যাতে আরো ভাভা ভাবির সমাধান খুজে পান । এবং সেয়ার কোরবেন অন্যদের সাথে ….
আগামী দিনের জন্য
2=3
কিভাবে সম্ভব ?
সমাধান পেইজে দেওয়াহয়েছে
ভাবা ভাবির মজা এই পেইজে …অংক নিয়ে মজা
আম ভাগাভাগি…কোরুন
কতগুলো আম পেরেছিল সেটা বলতে হবে অথবা কে কতটি আম পেল সেটি বলতে হবে।
তিন বন্ধু একিদন আম পাড়ার জন্য আম বাগানে গেল। সেখানে এক বন্ধু গাছে উঠল এবং অন্য দুই বন্ধু কে পাহাড়া দিতে বলল, যে দেখিস দাড়োয়ান আসলে আমাকে ডাকিস।
কিছু সময় আম পাড়ার পর দুই বন্ধু দাড়োয়ানকে দেখে পালিয়ে যায়।
উপরের ১ম বন্ধু দাড়োয়ান চলে যাোয়ার পর গাছ থেকে নেমে, যত গুলো আম সবগুলোকে সমান তিন ভাগ করে, এক ভাগ নিয়ে যায়।
কিছু সময় পর ২য় বন্ধু এসে দেখে কিছু আম পরে আছে। সে আবার সেই আমকে তিন ভাগ করে, ভাগ করে দেখে ১ টি আম বেশি, সে একটি আম ও তিন ভাগের এক ভাগ নিয়ে চলে যায়।
তার কিছু সময় পর ৩য় বন্ধু এসে বাকি আম নিয়ে যায়।
পরদিন সকাল বেলা সকলে দেখে সবাই সমান আম পেল।
এখন বলেন কে কয়টা আম পেল?
আমার এই ওএব সাইড অনেক ইন্তারেস্তিং এবং গুরত্তপুরন লেগেছে