আয়ুযুবিল্লাহি্ মিনাস সাইতানির -রাজিম ,বিসমিল্লাহির রাহ মানির রাহিম ।
আসসালামু আলাইকুম।
রমযান মাস। এই মাসে কুরআন নাযিল করা হয়েছে। এই কুরআন মানুষের জন্য হেদায়াত (এর উপকরণ) আর সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার ফয়সালা দানকারী।
(সূরা বাকারা, আয়াত : ১৮৫)
পবিত্র মাহে রমযানের অতুলনীয় ফযিলতের জন্য এটুকুই যথেষ্ট যে, মহান রাব্বুল আলামীন এ মাসটিকে স্বীয় ওহী প্রেরণ এবং আসমানী কিতাবসমূহ নাযিল করার মাস হিসেবে নির্বাচিত করেছেন। কুরআন মজীদও (প্রথম) এ মাসেই নাযিল হয়েছে। মুসনদে আহমদ গ্রন্থে হযরত ওয়াসেলা ইবনে আসকা থেকে বর্ণিত; রাসূলে করিম (সাঃ) বলেছেন, হযরত ইব্রাহীম (আঃ)-এর সহীফা রমযান মাসের ১লা তারিখ নাযেল হয়েছিল। আর রমযানের ৬ তারিখে তওরাত, ১৩ তারিখে ইঞ্জিল, ২৪ তারিখে কুরআন নাযিল হয়েছে। হযরত জাবের (রদঃ)-এর রেওয়ায়েতে উলেস্নখ রয়েছে যে, ‘যবূর’ রমযানের ১২ তারিখে এবং ইঞ্জিল ১৮ তারিখে নাযিল হয়েছে।
(ইবনে কাসীর) উলেস্নখিত হাদীসে পূর্ববর্তী কিতাবসমূহের অবতরণ সম্পর্কিত যে সব তারিখের কথা উলেস্নখ করা হয়েছে, সে সব তারিখে উক্ত কিতাবসমূহ সম্পূর্ণটা নাযিল হয়েছিল।
আমি আমার এই টিউন টি নতুন একটি ইসলামিক ব্লগ এ ও সেয়ার করেছি এবং আমি সেই ব্লগ এর প্রথম টিউনার ।আপনি সেয়ার কোরতে পারেন আপনার ইসলামিক টিউন (শুধুমাএ)। সাইটির লিন্ক এখানে ।