সালাম সবাইকে ।কেমন আছেন সবাই?আজ আমি কোনো tune করতে আসেনি। শুদু কিছু কথা বলতে আসছি ,tuner page এর একজন অসাধু TJ ID বার বার পরিবর্তন করে আলতু ফালতু tune করে কষ্টের বেপার হল চিন্তিত পথিক ভাই এর ID নকল করে tune করা শুরু করেছে । যার কারনে পথিক ভাই তার প্রোফাইল আপডেট করতে পারছেন না।শুদু তাইনা tuner page এ ঢুকতে তার প্রবলেম হয়।তার প্রমান id- http://www.tunerpage.com/tj/user/sangidanubd chintito pothik
http://www.tunerpage.com/tj/user/somanabd
http://www.tunerpage.com/tj/user/gasikakhan
http://www.tunerpage.com/tj/user/techwebsite
এডমিন ভাই দের বলছি বেপার তা আপনারা একটু দেখবেন।পথিক ভাই এর প্রোফাইল এর অবস্থা দেখুন আর বিচার করুন মুরাদ নাম এর এক মানুষের জন্য এই অবস্থা
সকল কে ধন্যবাদ।
আমার জানামতে সব ঠিক করা হয়েছে। :)
ধন্যবাদ।
অপরাধীর শাস্তি হোক
যথাযথ এডমিনগণ তাদের (অথবা তার) ব্যবস্থা নিচ্ছে !
আপনাকে ধন্যবাদ !
পিপি কে বলা হয়েছে। পিপি বেবস্থা নিচ্ছে। ধন্যবাদ।