WordPress-এর DashBoard-কে সাইট তৈরির সময় পরিবর্তন করে নিতে হয়। এতে আপনার সাইটের স্বাতন্ত্র প্রকাশ পায়। DashBoard কাস্টোমাইজেশন Manually করা যায় আবার PlugIns দিয়েও করা যায়। Manually কোন জিনিস করার মজাই আলাদা, আর আমরা যেহেতু শিখছি, তাই কোন কিছু Manually করলে WordPress সম্পর্কে ধারণা আরও বাড়বে। তাই, এসব জিনিস Manually করাই ভালো। অবশ্য কারো Manually করতে ইচ্ছা না করলে PlugIns ব্যবহার করতে পারেন। এখানে দু’টিই আলোচনা করা হবে।
আসুন জেনে নেই কি কি শিখবো:
- DashBoard Menu এডিট
- DashBoard Footer এডিট
- Branding করা
গত পর্বগুলোতে আমরা DashBoard Menu এডিট ও DashBoard Footer এডিট করতে শিখেছি। এই পর্বে দেখব কিভাবে Branding করা যায়।
Branding কি?
Branding বলতে বুঝায় সাইটে নিজেদের স্বাতন্ত্র তুলে ধরা। মূলত সাইটে নিজেদের Logo ব্যবহার করাকে Branding করা বলা হয়।
Branding (Logo পরিবর্তন)
- WordPress DashBoard-এ WordPress-এর ৬টা Logo ও Icon ব্যবহার করা হয়ে থাকে।
- আমাদের এগুলাকে নিজের Logo ও Icon দিয়ে RePlace করতে হবে।
- এজন্য আমাদের ৬ টি Image ফাইল তৈরি করতে হবে।
- এগুলো হলো:
- Logo.gif রেজুলেশন: 65×66
- logo-ghost.png রেজুলেশন: 25×25
- logo-login.png রেজুলেশন: 274×63
- wordpress-logo.png রেজুলেশন: 250×68
- wp-logo.png রেজুলেশন: 16×16
- wp-logo-vs.png রেজুলেশন: 16×16
- এসব ইমেজগুলার রেজুলেশন উল্লিখিত পরিমাণ রাখা ভাল। কারণ WordPress-এর Default Image-গুলো এই রেজুলেশনের দেয়া থাকে। আপনার তৈরি ইমেজের রেজুলেশন যদি বেশি বড় হয় তাহলে সম্পূর্ণ দেখা নাও যেতে পারে।
- আর হ্যাঁ, ইমেজগুলো অবশ্যই Transparent হতে হবে।
- ইমেজগুলো তৈরি করতে Adobe Photoshop ব্যবহার করতে পারেন।
- ইমেজ তৈরি শেষ হলে আপনার হোস্টিং সার্ভারে WordPress-এর মূল Directory-এর মধ্যে “/wp-admin/images/” ফোল্ডারে Upload করে দিন।
- ব্যাস হয়ে গেলো।
- এখন আপনার DashBoard বা Login পেজে গিয়ে দেখুন আপনার Image-গুলো দেখাচ্ছে।
ইহা আমি আগে করিয়া নিজেকে বিরাট সৌভাগ্যমান মনে করেছিলাম, কি কি চেঞ্জ করা যায় আজকের তার পুরো ধারণা পেয়ে ভালো লাগছে !
:) … WordPress মানেই মজা…