*** প্যাচ/ক্র্যাক ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এগুলাতে প্রায়ই ভাইরাস/ট্রোজান থাকে। এইসব বদ জিনিষকে সাইজ করতে ব্যবহার করি ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আর ম্যালওয়্যারবাইটস। সাথে কী’লগার ধরার জন্য জন্য Zemana Antilogger 1.9.2.510 তারপরও ক্র্যাক ফাইল নিয়ে মন খুঁতখুঁতায়। তাই virustotal সাইটে গিয়ে এই সেটাপ ফাইলটা আপলোড করে ২৪টা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে শিওর হয়েছি ফাইলটা ক্লিন। – ২৪টি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা ভাইরাস টোটালের রিপোর্ট
নতুন যা কিছুঃ নতুন এই ভার্সনটিতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে “Speed Limiter” অপশনটিতে। পুরাতন ভার্সনগুলোতে এই অপশনটি থাকলেও বেশীরভাগ ক্ষেত্রেই আদতে কাজ করত না আইডিএম এর এই লেটেস্ট ভার্সনটিতে চাইলে আপনি প্রতিটা ফাইল ডাউনলোডে আলাদাভাবে লিমিট সেট করে দিতে পারবেন। যারা একাধারে ডাউনলোড দিয়ে রেখে ব্রাউজিং চালিয়ে যেতে চান তাদের জন্য এই সুবিধাটা রীতিমত আশীর্বাদস্বরূপ স্পিড লিমিটের জন্য নতুন ট্যাব যুক্ত করা হয়েছে-
ওয়েব ব্রাউজারগুলোর লেটেস্ট ভার্সনগুলোর সাথে আইডিএম এর পুরাতন ভার্সনগুলো ইন্টিগ্রেট হতে ঝামেলা করে। ব্রাউজার ফায়ারফক্সের নতুন ভার্সন ফায়ারফক্স ৬, গুগল ক্রোমসহ লেটেস্ট সব ব্রাউজারগুলোর সাথে সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়ে যাবে নতুন এই আইডিএম। পাশাপাশি লেটেস্ট ভার্সনটিতে বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে। তাই এটা পুরাতন ভার্সনগুলোর চাইতে আরও বেশি স্ট্যাবল

ডাউনলোড লিঙ্ক | রার আর্কাইভ (ক্র্যাকসহ) | ৫ মেগাবাইট
১। ডাউনলোড করা রার আর্কাইভটি এক্সট্র্যাক্ট করলে নিচের ফাইলগুলো পাবেন-

২। idman607.exe ফাইলটায় ক্লিক করে নতুন ভার্সনটি ইন্সটল করে নিন।
৩। crack ফোল্ডারের idman.exe ফাইলটাকে কপি করে আপনি যেখানে আইডিএম ইন্সটল করেছেন (সাধারণত C:\Program Files\Internet Download Manager) সেই ফোল্ডারে পেস্ট করুন।
৪। crack ফোল্ডারের RegKey Windows 32-bit.reg ফাইলটায় ক্লিক করে রেজিস্ট্রিতে ইনফরমেশন এড করে নিন (আপনার উইন্ডোজ যদি ৬৪ বিটের হয়ে থাকে তাহলে RegKey Windows 64-bit.reg ফাইল)
খেল খতম, আইডিএম হজম!!
হ্যাপি ডাউনলোডিং
___________________
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি পুরানটা নিয়াই আছি, তয় নতুনটাতে কি কোন বিশেষ সুবিধা পাবো আমি ?
এমনটি চাইছিলাম
চাওয়ার সাথে পাওয়া মিলে গেলে ভালোই লাগে ;)
কাজের একটা সফট দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ।
হুম, আসলেই খুব কাজের জিনিষ। আইডিএম ছাড়া ডাউনলোড কল্পনাই করতে পারিনা। স্বাগতম ভাইডি।
onak onak thanks….
you’re most welcome
Daru. Tune er jonno dhonnobad
স্বাগতম…
দারুন!!! :)
হুম, আইডিএম আসলেই দারুন!
দারুন একটা জিনিস শেয়ার করেছেন অনেক দিন পরে এসে। আপনাকে অনেক ধন্যবাদ :D
সময় করে উঠা হয়না, তাই ব্লগে অনিয়মিত। মন্তব্যের জন্য ধন্যবাদ…
অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ
স্বাগতম :)
http://www.loadly.com er file gulo ki 30 din por delete hoya jay? auto? plz bolben?
যদি ৩০ দিনের মধ্যে কোন ফাইল একবারও ডাউনলোড করা না হয় তাহলে অটো ডিলিট করে দেয়া হবে
ভালো। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।
http://www.appforpc.tk
ভাই ডাউনলোড করতে পারছি না!! generating.. লিখা এর পর আর কিছু হই না… কি করব বলেন??
আপনার ব্রাউজারে সমস্যা থাকতে পারে। অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করে দেখুন