iOS7 ডেভেলপার বেটা দিয়ে রাঙ্গিয়ে নিন আপনার আইফোন/আইপড/আইপ্যাডকে ।
কি আছে iOS 7 এ ? দেখে নিনঃ http://www.apple.com/ios/ios7
যেভাবে করবেনঃ iTunes সফটওয়্যার এর মাধ্যমে সহজেই আপনার ডিভাইসকে iOS 7 এ আপগ্রেড করে নিতে
পারেন। iTunes ডাউনলোডঃ http://www.apple.com/itunes/
প্রথমে iOS7 এর ফার্মওয়ার (.ipsw) ফাইল ডাউনলোড করে নিন নিচের দেওয়া লিঙ্ক থেকে (আপনার ডিভাইস অনুযায়ি):
1.iPhone 5:
A. iPhone 5 (Model A1428) {US & CA GSM}:
http://jbmodo.com/1bjYyxY
B. iPhone 5 (Model A1429)
http://jbmodo.com/12nABOp
2. iPhone 4s
http://jbmodo.com/1ajd1MN
3. iPhone 4
A. iPhone 4 (GSM Rev A)
http://jbmodo.com/12i0oMC
B. iPhone 4 (GSM)
http://jbmodo.com/1844mJI
C. iPhone 4 (CDMA)
http://jbmodo.com/12i0qEh
4. iPod Touch 5
5. iPad
iPad 4 (Model A1458) – Link http://jbmodo.com/18JRcEF
iPad 4 (Model A1459) – Link http://jbmodo.com/12i6jBs
iPad 4 (Model A1460) – Link http://jbmodo.com/10K4qfA
iPad mini (Model A1432) – Link http://jbmodo.com/1a7D0mI
iPad mini (Model A1454) – Link http://jbmodo.com/1dcUxtl
iPad mini (Model A1455) – Link http://jbmodo.com/16ltCYy
iPad 3 Wi-Fi – Link http://jbmodo.com/13zsAO1
iPad 3 Wi-Fi + CDMA – Link http://jbmodo.com/1dfbSlA
iPad 3 Wi-Fi + GSM – Link http://jbmodo.com/1blwCKc
iPad 2 Wi-Fi (Rev A) – Link http://jbmodo.com/186EiRI
iPad 2 Wi-Fi – Link http://jbmodo.com/185cgT9
iPad 2 Wi-Fi + 3G (GSM) – Link http://jbmodo.com/186EnVx
iPad 2 Wi-Fi + 3G (CDMA) – Link http://jbmodo.com/1blwKJN
iPad মডেল যেভাবে চিনবেনঃ http://support.apple.com/kb/ht5452
এই ফার্মওয়ারগুলো ডেভেলপার’স বেটা, অফিসিয়াল পাবলিক রিলিজ হবে কয়েক মাস পরে,
আপনি চাইলে এখনই চালাতে পারেন উপরিউক্ত লিঙ্ক থেক। তবে অবশ্যই নিজ দায়িত্বে !
কোন সমস্যা হবার সম্ভাবনা প্রায় নেই, তবে হলে পোস্টকারি দায়ি নন।
বিঃদ্রঃ অফিসিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করতে আপনার আইওএস ডেভেলপার একাউন্ট থাকতে হবে। অফিসিয়াল লিঙ্কগুলো আপাতত ডাউন !!
যাই হোক, যেভাবে ইন্সটল করবেনঃ
iTunes ওপেন করে আপনার ডিভাইস কানেক্ট করুন, ব্যাকআপ, সিঙ্ক প্রভৃতি শেষ হবার অপেক্ষা করুন।
শেষ হয়ে গেলে, আপনার ডিভাইসটি সিলেক্ট করুন।
Shift চেপে ধরে Update এ ক্লিক করুন, আপনার ডাউনলোড করা .ipsw ফাইল সিলেক্ট করুন। এখন অপেক্ষা করুন,
আপনার ডিভাইস iOS7 এ আপগ্রেড হবে।
উপভোগ করুন iOS7 :)
Credit: All links were taken from
http://www.downloadios7.org
কোন কিছু জানার থাকলে এই সাইটে ভিজিট করুন। এবং, সকল ল্যাটেস্ট বেটা এই সাইটে আপডেট পাবেন, আপনি
চাইলে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আপডেট এর জন্যে।
iOS7 ভালো না লাগলে, কিংবা কোন কারনে আবার আগের ভার্সনে ফিরে যেতে চাইলে এখান থেকে আগের
ফার্মোওওয়ার ডাউনলোড করুন, এবং আগের পদ্ধতিতে কাজ করুন। শুধু Shift চেপে ধরে Update চাপার বদলে
Restore iPhoneএ ক্লিক করুন।
পোস্টটি পড়ার জন্যে ধন্যবাদ।