বিশ্বব্যাপী জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে এখন রয়েছে এক মিলিয়ন নিবন্ধিত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। গত বছরেও এই অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিলো মাত্র দেড় লক্ষ। এই এক বছরের মধ্যেই তাদের সাথে যুক্ত হয়েছে আরো প্রায় সাড়ে সাত লক্ষ অ্যাপ্লিকেশন। এই সময়ে প্রতি সেকেন্ডে একটি করে অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে। শুরু থেকেই টুইটার নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরির চেয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে বেশী উত্সাহ প্রদান করে এসেছে। যে কারণে এখনও টুইটারের নিজস্ব খুব বেশী অ্যাপ্লিকেশন নেই। টুইটারে টুইট করা ছাড়া অন্যান্য কাজ করতে গেলে তাই ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল থাকতে হয়। আর এসব অ্যাপ্লিকেশনের ফলেই সব ধরনের ডিভাইস থেকে ব্যবহারকারীরা টুইটার স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছে। তবে এর মধ্যে টুইটি বা টুইটডেক এর মত বেশ কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপার প্রতিষ্ঠানকে কিনেও নিয়েছে টুইটার। তবে এখনও তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনের চেয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশী. সুত্র- ইন্টারনেট
Vare nije kisu lekhar chesta koren. Ar koto?
kano ata ki apner copy kore lakha mone hosse.ato matamot na dia post likhen.tunerpage e duke aki post barbar valo lage na
ভাই একটা ভালো কাজ করেছে। আর আপনি উনাকে একি বলছেন। এক লাফে কি উনাকে পুদিনা পাতা হতে বলছেন? কাল_পুরুষ পারবে। একদিন ভালো করবে। কাল_পুরুষ -এর সুভো কামনা।