মনটা খারাপ। তাই আপনাদের সাথে আমার লেখা একটা গান শেয়ার করতে ইচ্ছে করলো।
সর্বগ্রাসী নাট্যমঞ্চ
দেখি ঐ রক্তিম সূর্য কিভাবে আড়ালে যায় মেঘের…
সূর্যের পথ ধরে পৃথিবী ডুবে নিকশ আঁধারে…।
রুদ্ধ বাতায়ন পাশে মুখোশ খুলে বসি আমি,
শান্তমনে ভাবি কথা মহাকালের নাট্যমঞ্চের…
সূর্যের মতই শক্তিশালী নির্বাক আমার প্রতিবাদ,
ডুবে যায় মিথ্যের অন্ধকারে…
আজ আমি শব্দহীন,
সময়ের হারান পথে হারিয়েছে শব্দ আমার…
আজ আমি নিদ্রাহীন,
নেশার অতল ঘোরে হারিয়েছে নিদ্রা আমার…
আজ আমি গন্তব্যহীন,
পৃথিবীর নাট্যমঞ্চে হারিয়েছে গন্তব্য আমার…
সতের আলো হয়েও আজ আমি অন্ধকার…
(Artcell এর একটি গানের ছায়ায় লেখা)
এই গান টা শেয়ার করার কারণ জাফর স্যার এর একটা লেখা। লেখাটার লিঙ্ক দিলাম, সময় করে পারলে পড়বেন।
http://www.prothom-alo.com/detail/date/2011-08-26/news/181190
আশা করি দিতে পারব… ধন্যবাদ! :)
এরকম আরও কবিতা চাই।
অসাধারন…
ধন্যবাদ আপনাকেও! :)
আপনাকেও অনেক ধন্যবাদ।
দারুন কবিতা। ধন্যবাদ দুরন্ত ভাই।