সাধারণত এখনকার মাল্টিমিডিয়া ফোন এ বহুল ব্যবহৃত কার্ড এটি বহু কারণ অকারণে প্রায়ই নষ্ট হতে দেখা দিচ্ছে এটি। কিছু সাবধানতা অবলম্বন করলে এটি নষ্ট হতে রক্ষা করা যেতে পারে তা হলঃ
১। এর Capacity অনুযায়ি একে ৮০% এর উপরে লোড দেওয়া ঠিক হবে না।
২। কার্ড কে মোবাইল থেকে বারবার খোলা বা লাগানো ঠিক হবে না।
৩। এই কার্ড এর আকার ঠিক ইংরেজী অক্ষর L এর ন্যায় তাই একে সমতল স্থানে চাপ দিয়ে রাখা অথবা পকেটে বা মানি ব্যাগ বা wallet এ রাখা ঠিক হবে না।
৪। কম্পিউটারে বারবার লোডিং আনলোডিং করা ঠিক হবে না।
৫। অনেক গুলো কার্ড একসাথে রাখা যাবে না।
৬। যেহেতু এর স্থিতিস্থাপকতা গুণ (Elesticicity) খুবই দূবল তাই এর উপর চাপ প্রয়োগ করা যাবে না।
উপরোক্ত কারণ সমুহ ছাড়া যেসব Micro SD Card. নষ্ট হয়ে গেছে সেগুলোর প্রধান কারণ হলো কার্ড এ ফাটল ধরা।
গুরুত্বপূর্ণ তথ্য… জানানোর জন্য ধন্যবাদ, catrat ভাই……
অনেক দরকারি টিউন। আপনাকে অনেক ধন্যবাদ।
টিপস এর জন্য ধন্যবাদ।
:-( :-( :-(
তা ঠিক বলেছেন আমার প্রথম কেনা micro sd ২ গিগা মাত্র ১ সপ্তাহ টিকেছিলো, মাত্র দুই বার মোবাইল থেকে খোলা হয়েছিলো সেটা !