অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই আসছে Firefox OS-Powered স্মার্টফোন।
অবশেষে প্রযুক্তি প্রেমীদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে । ZTE এবং ফায়ারফক্স আনতে চলেছে বিশ্বের প্রথম Firefox OS-Powered স্মার্টফোন ।
জুলাইয়ের প্রথম সপ্তাহে স্পেনে আসছে বিশ্বের প্রথম Firefox OS-Powered স্মার্টফোন ZTE Open !
কী কী থাকছে এই স্মার্টফোনে :
- ৩.৫ ইঞ্চি HVGA ডিসপ্লে
- ১ GHz সিঙ্গেল-কোর প্রসেসর
- ২৫৬ MB র্যাম
- ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী
- ৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
- Here Maps (from Nokia)
- HSDPA, GPS এবং WiFi
আরো স্পেসিফিকেশন দেখুন এখানে ।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে স্পেনের বাজারে পাওয়া যাবে ZTE Open এবং এর মূল্য পড়বে ১০৪ ইউএস ডলার ।
কবে নাগাদ বাংলাদেশে আসবে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।
অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি – অ্যাপস, গেমস, টিপস, টিউটোরিয়াল, সর্বশেষ খবরসহ আরো অনেক কিছু পেতে যোগ দিন এই ফেসবুক পেজে ।
ধন্যবাদ