আসসালামু আলাইকুম, মহান আল্লাহ তাআলার রহমতে আজ আমার এই পোস্ট শুরু করতে যাচ্ছি।
আমরা আনেক ভাবে আমাদের কম্পিউটার এর ড্রাইভ লক করে রাখতে পারি।
আজ আমরা খুব সোজা একটা পদ্ধতি শিখব। এই পদ্ধতিতে লক করে রাখতে কোন সফটওয়্যার লাগে না। আমরা অনেকে এই পদ্ধতিটি জানি কিন্ত যারা জানেনা, তাদের কাজে আসতে পারে।
মূল কথায় আসিঃ
১। My computer থেকে drive select করুন।
২। drive এর properties যান।
৩। security এরপর Edit-a click করুন।
৪। permissions for authenticated থেকা ছবি এর মত করে সব গুল করে deny দিন এরপর apply-a click করুন এবং একটু wait করুন।
ব্যাস আপনার কাজ শেষ।
এর কেও আপনার ওই drive open করতে পারবেনা।
এটা পদ্ধতি ব্যাবহার করে বাসার ছোটদের হাত থেকে রক্ষা পেতে পারেন।
আগের অবস্থায় ফিরে যেতে একই পদ্ধতি ব্যাবহার করুন।
আরও ভাল টিপস যেন করতে পারি।
আমার জন্য দোয়া করবেন।
খোদাহাফেজ।
ভাই শিরোনামটাই ভুল বানানে লিখলেন?
জানা টিপস তবু আবার পড়ে নিলাম ।
3rd class
হুরর
ওই মিয়া ফাজলামি করেন ? ছবি কই ?
ভাই চুরির একটা সীমা আছে …….
আর কতো কপি – পেসট করবেন ?
নিজে থেকে পারলে কিছু জানান । তা না হলে চুপচাপ আমার মত টিউন পরেন আর কমেনট করেন ।
Lock Khulba Ke baba sheta to bollan na?????????
kono kaz hoinai……
ami windows 7 use kori…