সালাম সবাইকে । কেমন আছেন সবাই ?আজ আপনাদের সবার জন্য ঈদ উপলক্ষে গিফট নিয়ে আসলাম আমি।গিফট টা একটু অন্য রকম তাও মজার। আপনারা তো জানেন আজ কাল সবাই ফেসবুক এ ছবি শেয়ার করে ।কিন্তু আমি যদি আপনাদের বলি অন্য ভাবে শেয়ার করতে তাহলে কেমন হবে ?স্লাইড শো এর মাধ্যমে এইবার ঈদ এর ছবি শেয়ার করুন ফেসবুক এ শুদু তাই নই ডাউনলোড ও করতে পারবেন।মজার বেপার হলো লোকেশান সেট করতে পারবেন, ছবি দিয়ে মিউজিক অ্যাড করতে পারবেন।শুদু ফেসবুক বললে ভুল হবে টুইটার মাইস্পেস ও শেয়ার করতে পারবেন।তাহলে সাইটটির নাম জানা যাক http://tripwow.tripadvisor.com. এইবার চলুন মুল tune এ । কিভাবে স্লাইড শো করবেন তা আমি স্ক্রীন শর্ট দিয়ে আপনাদের দেখাসছি
এখান থেকে যেকোনো ১ টি থিম সিলেক্ট করে Continue button এ ক্লিক করুন।
এর পর আপনি কোথাই থেকে ছবি নিবেন সিলেক্ট করুন। আপনি চাইলে ফেসবুক অথবা কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করতে পারেন।
এখান থেকে আপনার নাম স্লাইড শো নাম মিউজিক থিম সিলেক্ট করতে পারবেন।
এখান থেকে আপনি যেকোনো ছবি একটা সিলেক্ট করুন লোকেশান সেট করার জন্য।ধরুন আপনি চট্রগ্রাম এ থাকেন সে ক্ষেতরে আপনি গুগল এ সার্চ করে একটা ছবি নিতে পারেন। এইবার সব কাজ শেষ হওয়ার পর done এ ক্লিক করুন।ব্যাস এখন আপনি ইচ্ছা করলে ইমেইল এ শেয়ার,ফেসবুকবুক এ শেয়ার অথবা ডাউনলোড ও করতে পারেন।আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ঈদ এর কাজ এ আসবে নতুন ভাবে ছবি শেয়ার করা।আপনাদের আরো ভালো ভাবে বুঝার জন্য আমি ইউটিউব এ একটি ভিডিও দিলাম দেখে নিন http://www.youtube.com/watch?v=0l504jCbaGc&feature=related।ভালো থাকবেন সবাই।
খুবই ভাল লাগল।
Thanx saidul vi
apnakeo tnx post ti porar jonno
দেখি এই ঈদ এ এইভাবেই পিকচার share করবো!
tnx
দারুন তো। খুবই ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য
apnake o donnobad
দারুন তো! ধন্যবাদ।
Nice post………… thanks