আসসালামু আলাইকুম,হেলো ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি ভালই আছেন। আজকে আমার সর্বপ্রথম পোস্ট এই tunerpage এ। আজকে আমি এক জটিল সফটওয়্যারআপনাদেরকে দিবো। আশা করি ভালই লাগবে। আজকে আমি যে সফটওয়্যারটি পোস্ট করছি তার নাম হলো Bearshare 2011 (v10). এটা একেবারে নতুন। এটাঅফলাইন এ ইন্সটল করা যায়। কিন্তু রেজিস্ট্রেশান করতে ইন্টারনেট লাগবে। এটার মাধ্যমে আপনি লাখের চেও বেশি songs & video ডাউনলোড করতে পারবেন।তাও আবার ফ্রীতে। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এটার মাধ্যমে আপনি ফেসবুক এর মত Friend বানাতে পারবেন এবং তাদের সাথে চ্যাট করতে পারবেন।বলুন অনেক মজার না এই সফটওয়্যারটা। আমি যেকোনো গান ডাউনলোড করার জন্য এই সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে থাকি। আমি আখনো এই সফটওয়্যার ব্যবহার করি। এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন। (ডাউনলোড )
ডাউনলোড (http://www.appforpc.tk/2011/07/bearshare-pro-version.html)
এই সফটওয়্যার টা ভালো লাগলে, ভালো কমেন্ট করবেন। খারাপ লাগলে করবেন না।
এই লেখায় কোনো ভুল হলে মাফ করবেন বা ক্ষমা করবেন।
আজকের জন্য শেষ করালাম। আবার ফিরে আশবো।
ইনশাল্লাহ
দোয়া করবেন। এই মাহে রমজান উপলক্ষে।
আরও নতুন নতুন premium সফটওয়্যার পেতে ভিসিট করুনঃ http://www.appforpc.tk
Sorry all of u, আমি এই পোস্টটি প্রথম এখানেই পাবলিশ করেছি । ভুলে techtunes লিখে ফেলেছিলাম। চাইলে তদন্ত করতে পারেন। আবার দুঃখিত।
Valo laglo. Use kori.
Techtunes?
ভালো লাগছে আপনের এই পোস্ট।