বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম
আমারত কম্পিউটার এর মাউস দিয়ে বেশিরভাগ কাজ করি। কিন্তু আমাদের প্রতিদিন এই বোরিং মাউস পয়েন্টার দেখতে আর কত ভাল লাগে ? প্রতিদিন সাদাকাল একি মাউস পয়েন্টার।
তাই আপনাদের জন্য একটা ছোট সফটওয়্যার এনেছি যেটা আপানার এই বোরিং মাউস পয়েন্টাকে একটু হলেও সুন্দর করবে ।
ছোট এই সফটওয়্যার এর নাম vivi cursor এটি ইন্সটল করা একদম সহজ, সাধারন ভাবে ইন্সটল করলেই হয় ।
ইন্সটল করার পর আপনার মাউস পয়েন্টারের নিচে বিভিন্ন সুন্দর ছোট ছোট আইকন দেখা যাবে দেখুনঃ
অনেক প্রকার স্টাইল রয়েছে এতে যেমনঃ বিভিন্ন পশু পাখির আকৃতি,তারা,বাবুল,ফুল, মেলডি, ওয়েদার ইত্যাদি।
আমার কাছে সবচে ভাল লাগে তারা (Star)। হাল্কা ছোট ছোট কিছু তারা মাউস পয়েন্টারেরে পিছনে দৌড়ায়, দেখতে ভালই লাগে। তারাটায় ঝামেলাও কম।
আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নির্বাচন করতে পারবেন শুধু টাস্কবারের ভিভি আইকনে রাইট মাউস ক্লিক করেই। আর মাত্র এক ক্লিকই বন্ধও করতে পারবেন।প্রায় ১০ রকমের স্টাইল আছে এতে। আপনি মাউস নারলেই ভিভি মাউস থেকে বের হতে থাকবে।
ডাউনলোড করার পর extract করে নাম ও সিরিয়াল দিয়ে রেজিস্টেসন করে নিন। আর উপভোগ করুন ভিভির মজা।
সুন্দর এবং ছোট এই সফট ডাউনলোড করুন। মাত্র ৮০০ কেবি।
আশা করি আপনাদের ভাল লাগবে> http://www.mediafire.com/?2t340a9lxeoenga
আজব ভাইয়া, দয়া করে সিরিয়াল কি টা দিন…
Email: ferari_mon@att.net
vai serial key ta den please…!
Email:debashis.sarker@gmail.com
মেইল চেক করলে পাবেন
vai serial key ta den!!!!!
e-mail:mdnazmulhsn@yahoo.com
ভাই ডাউনলোড করার পর .rar এর ভিতরে serial নামের ফাইল আছে ওতে সিরিয়াল আছে
তার পরেও পাঠাইয়া দিলাম মেইল চেক করলে পাবেন
ধন্যবাদ
thanks ajub vai
ধন্যবাদ অনিক ভাই
neelkuasa@yahoo.com
সিরিয়াল নাম্বারটা pls………………….
পাঠান হইসে মেইল চেক করেন
ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আজব তো! দারুন! ধন্যবাদ আজব ভাই।
আপনাকেও ধন্যবাদ পথিক ভাই !!!
অনেক ধন্যবাদ আপনাকে । আর আমার মেইল
neelkuasa@yahoo.com
ভাইয়া একটু সময় করে আমার ইমেইল নাম্বারে সিরিয়াল নাম্বারটা যদি দিয়ে দিতেন তাহলে খুব ভাল হতো।ধন্যবাদ।
ভাইয়া পঠায়ছি
ভাই rar file গুলো দিয়ে আমি কোন কাজ করতে পারিনা । এই ফাইল গুলো নোটপ্যাডে সেইভ হয় । Extruc করার পরও কোন কাজ করতে পারি না । এমনকি পরে অন্য পিসিতে নিয়ে দিলেও একই অবস্থা হয় । তাই rar ফাইল ছাড়া অন্য ফাইল হলে আমার জন্য ভাল হয় । আর সমাধান হিসেবে যদি কেউ কোন টিপস দেন তাহলে উপকৄত হতাম। ধন্যবাদ টিউনটা ভাল হয়েছে।
.rar এ সমস্যা হলে এইখান থেকে ডাউনলোড করতে পারেন
http://www.vivisoftware.com/cursor/vivicursorsetup.exe
সিরিয়াল যদি চান তবে মেইল এড্রেস দিন আমি সিরিয়াল পাঠিয়ে দিব
ধন্যবাদ
valo
তাই? :D
ধন্যবাদ
রেজি : নাম্বারটি দিন । !!!!!
লিঙ্ক আপডেটেড
আজব ভাই ডাউনলোড লিঙ্ক পাচ্ছি না তো
এই যে ডাউনলোড লিঙ্ক http://www.vivisoftware.com/cursor/vivicursorsetup.exe
ধন্যবাদ দিপ্ত ভাই
তবে মাহমুদুল হাসান ভাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করেন সিরিয়াল সহ আপডেট করেছি
http://www.mediafire.com/?2t340a9lxeoenga
বন্ধু, তুমি খুবই ভালো মজার জিনিস দিলে…………. আল্লা তোমাকে ভালো রাখুন…….. ইমেল……… কম্পিউটার.কেদার@জিমেল.কম