এটি খুব পরিচিত একটি ম্যজিক ।যে ছবিটি সংযুক্ত করেছি তা দেখলেই শিখতে পারবেন । এই ছবিটি আমি সংরহ করেছি । তবে এই ম্যাজিকটি আমি আগে থেকেয় জানতাম । আপনারাও অনেকে জানেন যারা জানেন না তারা শিখে নিন এবং ছোট ভাই বোন দের শিখিয়ে দিন ।বিশ্বাস হয়ত করবেন না হাওয়া থেকে চকলেট , বিস্কিট , পায়রা , রাজ হাঁস , এমন কি মানুষ ,গরু হাতি পর্যন্ত আনা যায় আত্নার গিটার বাজানো দেখানো যায় আমি সে টিপস গুল আপনাদের দিব ।
তবে একটি কথা আপনাদের আগেয় বলেদিয় এটি কিন্তু প্রচুর ব্যায় বহুল আর্ট ।এমন কিছু খেলা রয়েছে যা তৈরি করতে অনেক টাকা খরচ হয় । কিন্তু এই ম্যাজিক টি বিনে খরচে করা সম্ভব ।
ছবি দুটি দেখুন তবে শিখা হয়ে যাবে । আর একটি কথা যদি পয়সা পড়ে যাবার ভয় করেন তবে হাতে একটু ইলেকট্রিক টেপ লাগিয়ে উঠিয়ে ফেলুন কারন টেপের একটু আঠা পয়সাটাকে ধরে রাখতে সাহায্য করবে আর আপনি দর্শকদের সামনে ভাব নিতে পারবেন ।
কয়েক টি ম্যাজিক তো শিখলেন
চেয়ারের ম্যজিক টি কি ভাবে করা সম্ভব বলে মনে করছেন ?
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।
খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…
রাসেল আপনার অনুমান ঠিক আছে কিন্তু আরও একটু ভাবতে হবে ।
ধন্যবাদ সবাইকে
hahahahhhahahahhahahahahaah
ha ha ha ….. এগুলো কি ম্যাজিক !!!!!!!!!!
পয়সা দিয়ে শুরু করুন পরে হাওয়া থেকে হাতি নিয়ে আসার টিপস দিব
দারুন। ধন্যবাদ।
চেয়ারের উপর করা ম্যাজিকটি আসলে কোন ম্যাজিক না, এটা যে কেউ করতে পারবে, কেবল প্রয়োজন ভারসাম্য রক্ষা করা !
oh nice
হাতের উপরে পয়সা রাখলেত জারে যাদু দেখাব সে ত দেখে ফেলবে ণা?
ধন্যবাদ
১ নম্বর ছবির মত করতে চেষ্টা করুন আয়নার সামনে দাঁড়িয়ে প্যাটিস করুন । হাহা হা
এটা আপনি আগে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করে তারপর দেখাতে যাবেন, নচেৎ ধরা খাবার সমুহ সম্ভাবনা ! আর হ্যা সম্ভব হলে আপনি যাকে ম্যাজিকটি দেখাবেন তাকে চেয়ারে বসিয়ে দিন ! কোন একজন সহকারী পেলে এটা প্র্যাকটিস করে দেখতে পারেন, আমি এটা ছোটবেলায় বহুবার করেছি (যদিও প্র্যাকটিস না করায় বেশিরভাগ সময় ই আমি ধরা খেয়েছি)