সবাই কে সালাম । আমি Tunerpage সাথে অনেক দিন জাবত আছি কিন্তু কখনো লেখা হই না । তাই আজ প্রথম লিখছি কেউ কিছু মনে করবেন না । তাইলে শুরু করি ।
আমরা সবাই কমবেশি ইন্টারনেট এ বিনেদন করি । ভাই আপনারা আবার রাগ করেন না যে আমি কেন এই রকম বলছি। কারন আমি এবং আমার কিছু বন্ধু মিলে অনলাইনে একটা রেডিও করেছি । যাই হোক আমি রেডিও টির সব কিছু তুলে ধরছি কেও কিছু মনে করবেন না ।আর এই রেডিও টা আপনাদের অনেক উপকারে আসতে পারে । আর যদি কনো ভুল থাকে দয়া করে মাফ করে দিবেন ।
অনলাইনে যাত্রা শুরু করলো ajobradio.com সবার কাছে দুয়া কামনা করছি
এই সাইটে আপনি সব সময় গান শুনতে পারবেন । দখ rj দ্বারা অনেক প্রোগ্রাম করা হই । এই সাইট টাই সব আজব আজব প্রোগ্রাম আছে যেটা আপনাকে অনেক মজা দিতে কাজ করবে । 24 hours আপনার মনের মত গান প্লে করা হবে । গান সুনার মাজে কনো বিজ্ঞাপন নাই । যাতে কারে আপনি অনেক মাজা সহকারে গান শুনতে পারেন । আরো অনেক কিছু রযেছে যেটা আপনাকে অনেক মজা দিতে পারে ।
এখন এই সাইট থেকে আপনি যা সুবিধা পেতে পারেন
১. আপনি আপনার বিজ্ঞাপন একদম ফ্রিতে দিতে পারেন ।
২. আপনার মিউজিক ব্র্যান্ড এর যেকনো গান প্লে করাতে পারেন ।
৩. 24 hours আপনার পছন্দের গান শুনতে পারেন ।
৪. যে কনো problem এ rj দের সাথে 24 hours কথা বলতে পারেন ।
৫. আর আপনার মাজে জদি থাকে rj হবার আশা, সেই আশা পুরনে আবদান রাখবে ajobradio.com ।
আজব!!!রেডিও.কম (আজব দুনিয়া! আজব সুর!!)
তাই দেরি না করে আপনার গুরুত্য পুন্য মন্তব্য করুন যেটা আমর কাজে লাগতে পারে । আর ভুল হলে মাফ করে দিবেন এবং দুয়া করবেন আমি যেন ওনেক বড় হতে পারি ।