প্রতিটি বিজ্ঞাপনে কম্পিউটার দ্বারা মান নিয়ন্ত্রিত শব্দটি শোনা যায় । ছোট বড় সবকিছু তেই এই একটি শব্দ পড়া মুখস্থ করার মত হয়েছে যেন । এখনো বিদ্যুৎ নেই এমন অনেক গ্রাম রয়েছে আর সে গ্রামের এক ছোট্ট বাজারে বসে দরিদ্র বীজ বিক্রেতা ও কম্পিউটারে মান নিয়ন্ত্রিত বীজ বিক্রি করছে ।আবার এক ম্যাজিশিয়ান জীন পরীদের কম্পিউটারে মান নিয়ন্ত্রিত বীজ, আবার সাধারন কম্পিউটারে পরীক্ষা করে বিক্রি করছে , সকলের সামনে বলছে সে মাত্র ১ ঘণ্টার মধ্যে গাছ বের হবে !
যদি গাছ বের না হয় ,সে যে কম্পিউটারের কেসিং থেকে বীজ বের করছে তা ভেঙ্গে ফেলবে ।
আবাক হচ্ছেন কি ?
সত্যিই কিন্তু ১/২ ঘণ্টার মধ্যে গাছ বের হবে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটি করতে আপনাকে জীন পরীদের কম্পিউটারের প্রয়োজন হবেনা । প্রয়জন হবে কুসুম ফুলের তৈল । এই তৈলের সাথে তুলসী বা অন্যান ক্ষুদ্র গাছের বীজ সুন্দর করে মিশিয়ে একটি মাটির পাত্রে রেখে পাত্রটি মাটি চাপা দিয়ে রেখে দিন । ৮/৯ দিন পর পাত্রটি উঠিয়ে বীজ গুল মাটিতে বপন করুন । সত্যি সত্যি ১/২ ঘণ্টার মধ্যে ……………………হবে ।
ট্রাই কইরা দেখি!
সুন্দর জিনিসত
ধন্যবাদ আরাফাত ভাই
আপনাকে কেও ধন্যবাদ ।
হ্যাভি তো….তবে কুসুম তৈল টা কিভাবে পেতে পারি ?
ak mot
গাছড়ার দোকানে পাবেন ।বড় বড় মুদির দোকানে ও পাবেন ।
এই তথ্য টা শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনি বুস্তে পেরেছেন বলে নিজেকে সার্থক মনে করছি
“গাছটা কই পাবো ?” কেন?
এখানে তো বলছে কুসুম তৈলের সাথে তুলসী বা অন্যান ক্ষুদ্র গাছের বীজ মিশাতে । @ রাসেল ১৩
এটা জানি কেমন লাগছে, গাছটা কই পাবো ?
বস রাসেল নতুন কিছু কি দিতে পারছি ?
গাছড়ার দোকানে পাবেন ।বড় বড় মুদির দোকানে ও পাবেন ।