লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।কিন্তু কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন , যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো এগুলকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি এল ই বা কোথা থেকে তাই না?
এবার কাজের কথায় আসি,আমাদের জানা দরকার যে সৃষ্টির প্রথমে এই ডিম বা মুরগি কোনটিই আসলে ছিল না।সকল প্রকারের প্রানের উৎপত্তি আসলে সেই আদি কোষ(যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত পরিবেশে এবং সেটি ছিল এককোষী) থেকেই হয়েছে।তবে আমাদের উদ্দেশ্য হল মুরগির উৎপত্তি।যাই হোক, মুরগি এক ধরনের পাখি।আর পাখিদের উৎপত্তি হয়েছিল আদি সরীসৃপদের থেকে।লক্ষ করে দেখবেন সরীসৃপরাও পাখিদের মত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়।প্রথম মুরগীটির উৎপত্তিটি আসলে কোন মুরগির ডিম থেকে হয়েছিল না।কোন সরীসৃপ এর ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদল ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের।
আর সেই প্রগইতিহাসিক পাখিদের মধ্যে থেকে পুনঃপুনঃ মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির।প্রথম যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির সাথে হয়তো আজকের এই মুরগির অনেক বেশিই অমিল।যেহেতু মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগীটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোন মুরগি ছিল না।তার মানে আমরা বলতে পারি মুরগির আগে ডিম এসেছে।তাই ডিম ই আগে আর মুরগি পরে।
মজার বিষয়
ডিম যদি আগে হয়, তাহলে বেকার মোরগ এর কি হবে, আপনাকে মোরগ এবং মুরগি দুটিকেই স্বীকার করতে হবে, কারণ শুধু মূরগি মোরগ ছাড়া ডিম দিতে পারে না, তাই মোরগ এবং মুরগি আগে আসাটাই যোক্তিক, তার পর ডিম! যেমন একজন নর আর একজন নারি থেকে বহু মানুষ! যদি বলেন মানুষ আগে না মানুষের বাচ্চা আগে? তার উত্তর কি ? এছাড়াও আল্লাহ বলেছেন, আমি প্রতিটি প্রানী জোড়ায় জোড়ায় বানিয়েছি! আর ভিন্নমত থাকা অযোক্তিক কিছু না, তবে প্রমাণিত সত্যই আসল সত্য, অনেক মত আছে, যেটা ইচ্ছা বেছে নেন ……..
ধরেন আগে ডিম, কিন্তু সেই ডিম থেকে কি মুরগি জন্মে ছিল নাকি মোরগ? যদি সেই ডিম থেকে মোরগ বা মুরগির যেকোন একটিও জন্মায়, তাহলেও একা একা কি বংশ বিস্তার করতে পারে? আসলে মোরগ এবং মুরগী আগে আসাটাই যোক্তিক…..
আবার যদি বলি মানুষ আগে না মুরগী আগে এসেছে? ধরেন আধুনিক যুগে বিভিন্ন ভাবে মুরগির বংশ বিস্তার করা যায় মোরগ ছাড়াও, তাহলে প্রশ্ন আসে প্রথম ডিম কোথা থেকে আসল? নাকি নিজে নিজেই হয়েছে, আর তার পর বিভিন্ন ভাবে মোরগ ছাড়াই ওই ডিম থেকে বাচ্চা হয়েছে, তার পর ওই বাচ্চা থেকে বিভিন্ন ভাবে আরো বেড়েছে, ব্যপারটা তাহলেকি ফানি মনে হবে না? :D এটা নিয়া যদি লিখি তাহলে আরো অনেক বলা যায়…
আর যদি বলি সেই প্রথম ডিম থেকে মোরগ বাহির হইছিল, তাহলেত ওখানেই বংশ বিস্তার থেমে যেত, কারণ মোরগ থেকে কি বাচ্চা হয় এই আধুনিক যুগেও? কিজানি আমার জানা নাই!
ডিমের আগে কি ছিল বা অন্য কিছু থেকে ডিম হয়তবা, আর আমার কথাগুলি কেবল আমার মতামত মাত্র, তাই এটাকে সাদারণ ভাবে নিলেই ভালো. :)
আর যদি অন্য কিছু থেকে ডিম এসেই থাকে তাহলে তারও শুরু আছে, তাই ওখানেও প্রশ্ন আগে ডিম না ডিমের মা? :D
যুক্তি আছে আপনার কোথায়। একটি ডিম আগে এসে কিছুই করতে পারবে না কারন সে বংশ বৃদ্ধি করতে পারবে না একা।
ভাই darwin এর এই Theory টি কি ১০০% scientifically true বলে প্রমানিত ?
হাহহাহা
:D :D :D :D :D
lolz জটিল
ভাল লাগলো ধন্যবাদ।