বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম
আজকে আরও একটা Dash গেম আপনাদের জন্য নিয়ে এসেছি ।যদিও গেমটা একটু বড় । তারপরেও গেম এর মজাটা কিন্তু আরও বড় । কেননা এটা Dash সিরিজের গেম । Dash সিরিজের গেমগুলর মধ্যে সবচে জনপ্রিয় Dinar Dash এর গেম ।
এটা Dinar Dash এর গেমগুলর মধ্যে ৫ম এবং (আপাতত) সর্বশেষ গেম।
গেমের নাম Dinar Dash 5:Boom! । নামেই বুঝতে পারছেন আপনাকে প্লেট নারচারা করতে হবে । অসাধারন এই গেম এবং এর কাহিনিও মজার । আপনাদের কমিক এর মতন গেম এর কাহিনি দেখান হবে করে । এর ফলে আপনি হাল্কা-পাতলা টিনটিন বা চাচা চউধুরির মজা পাবেন।
তবে এই পর্বে একটু বেতিক্রম আছে। এখানে আপনাকে কোন হোটেলে বা রেস্তুরাতে লোকজনকে খাওয়াতে হবেনা , একবেরে রাস্তায় টেবিল চেয়ার পেতে মানুষদের খাওয়াতে হবে । আপনার কাস্টমারদের যত কম সময়ে তারতারি খায়িয়ে বিদায় করবেন তত বেশি টাকা পাবেন । সবচে মজার বেপার হল এই গেমে টর্নেডো, ভুমিকিম্প, ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে !।
গেমপ্লে:
গেমটিতে খেলোয়ারকে ৫ টি সুন্দর সুন্দর ভেনুতে খেলতে হবে । প্রত্যেক ভেনুতে ১০ টি করে লেভেল থাকবে।
Dinar dash এর আগের গেমগুলর মত এইটাতেও আপনাকে প্রথমে কাস্টমারকে বসাতে হবে তারপর তাদের খাবারের অর্ডার নিতে হবে , অর্ডার নেয়ার পর বাবুর্চিকে তা দিতে হবে, তারপর খাবার বানানো হলে তা কাস্টমারদেরকে তা সার্ভ করতে হবে ।আপনাকে কাস্টমারদের বসাতে একটু মাথা খাটাতে হবে । লাল, নিল, কমলা রঙের চেয়ারে কাস্টমারদের জামার কালার অনুযায়ী বসাতে হবে।
আপনার কাস্টমার থাকবে Lawyer, লাইব্রেরিয়ান, বাচ্চা পুলাপান ইত্যাদি ইত্যাদি।
তবে এইখানেই শেষ না । খাবার খাইয়ানোর পর টাকা সংগ্রহ করা এবং প্লেট ধোয়া-ধায়ি করতে হবে আপনাকেই । বৃষ্টি হলে ছাতিও খুলে দিতে হবে।
সবচে মজার হল এর এক্সট্রা লেভেল এবং মিনি গেম গুলা । থাক আর বলব না আপনারা খেলেই এর মজা বুঝতে পারবেন ।
স্ক্রীনশটঃ
দেখেনিন কি দারুন গেম এটা-
আসাধারন না?
আসলেই অসাধারন। খেলতে বেশি কিছু লাগবে না
System Requirements :
- Windows Vista/Windows XP/7
- 1.2 GHzPentium 3 or equivalent
- 256MB RAM
- DirectX 9.0
গেম খেলে কেমন লাগল জানাবেন কিন্তু ।
DOWNLOAD:
download korte parchina
বাস্তবে করার জন্য রেডি থাকুন
জটিল গেমস তো!!!
হুম আসলেই জটিল।
ধন্যবাদ
ভাই আমাদের একজন Kids আছে। তার জন্যে লাগবে। ভাই পারলে আরও Kids Catagory’র গেম দিন। Plz….Plz
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি শিঘ্রই আরও অনেক দেবেন।
ধন্যবাদ।
হে হে ভাই এইটা কিডস দের জন্য নি্দিষ্ট গেম না। বড়রাও খেলে অনেক মজা পাবে।
ইশাল্লাহ দিব।
ধন্যবাদ।
darun! ধন্যবাদ!
:D
আহ হা! ধন্যবাদ!! এসব গেমস খেলতে ভালই লাগে!! :)