নজর বন্ধী বলে কোন কিছুই নেই মানুষের দৃষ্টির একটু দুর্বলতাকে পুঁজি করে কম্পিউটার ইফেক্টের মত যাদু শিল্পীরাও সবার চোখের সামনে সূক্ষ্ম কারচুপি করে থাকে । যাদু শিল্পের কারচুপি কিন্তু কম্পিউটার ইফেক্টের মত সহজে করা সম্ভব নয় অনেক প্যাটিস করতে হয় ।আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও ক্যমেরার সামনে দাঁড়িয়ে প্যটিস করলে আপনি আপনার ভুল গুল ধরতে পারবেন এবং সুন্দর ভাবে প্রদর্শন ভঙ্গী রপ্ত করতে পারবেন । আজকে দুটি ম্যজিক নিয়ে এলাম যা দেখে অনেকে ভাববেন নজর বন্ধী কিন্তু এগুল নজর বন্ধী নয় কোন মন্ত্রর ও নয় এমন কি কোন রাসায়নিক দ্রবর মিশ্রণ ও নয় শুধু মাত্র প্রচণ্ড প্যাটিসের দ্বারা এই ম্যজিক গুল করা সম্ভব ।এই হাত সাফায় আপনি শুরু করতে পারেন কুলের কাঁটা দিয়ে ,পয়সা দিয়ে ,দুটি কলম দিয়ে ,ম্যাচ দিয়ে, পুঁথি দিয়ে ,তাস দিয়ে কিছুদিন পর আপনি নিজেই অনেক বড় বড় ম্যজিসিয়ানদের ম্যাজিক ধরতে পারবেন । তবে সবার সামনে কোন শিল্পিকে হেউ প্রতিপন্ন করতে যাবেন না । রওশন সার্কাসের বক্সের খেলাটি কেউ ধরতে পারলে ১০০০ টাকা উপহার জেনেও আমি কিন্তু ধরতে যায়নি । এক যাদু শিল্পী অন্য শিল্পীর খেলা দেখে নতুন কিছু জানার আশায় খেলা ধরে দর্শকদের সামনে অপমান করার জন্য নয় ।
তো, নিচে আমি আপলোড করেছি দেখুন এবং একা একা শিখতে চেষ্টা করুন ।
ThimbleMagic
ভাল থাকবেন
দারুন! আপনি তো আমাদেরকে মেজসিয়াম বানাইয়া ফেলবেন :-D
হা হা হা করতে পারেন নি একা একা
আজকের পোস্টে রুমাল অদৃশ্য করার ম্যজিক শিখুন একটি ভুল ধারনা থেকে মুক্তি নিন এই ম্যাজিকের নিয়ম দিয়েছি দেখে শিখে নিন
sohomot
html এ কি ভিডিও কোদ করে দেয়া যায় না, ভালো হতো তাহলে !
হয়তবা হত । তখন মাথায় কাজ করেনি
ধন্যবাদ
ভাই এখন মাথা কাজ করছে?
তাইলে দিয়া দেন
হা হা হা!
এখন তাহলে ট্রাই করে দেখেন !
দুই ফটোর মাঝে লেখা আছে
TheMagicScarf
ThimbleMagic
এ দুটি কাজ করবে ।