এই ম্যাজিকটি যে কোন অনুষ্ঠানে দেখাতে পারেন ।তবে স্কুল কলেজের বার্ষিক অনুষ্ঠান বা মেয়েদের কোন অনুষ্ঠানের উপযোগী ম্যাজিক এটি ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা ফুল দেখে খুশি হয় । যে কোন নব দম্পতী কে স্বাগত জানানোর জন্য সুন্দর ম্যাজিক এটি ।
একদিন সন্ধায় আমার এক বন্ধু বাবু তার স্ত্রী কে নিয়ে আমাদের বাসায় নিয়ে এসে ম্যাজিক দেখানোর জন্য ধরে বসে কিন্তু ম্যাজিকের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় ।আমি ১০/১৫ মিনিটে কয়েকটি ম্যজিকের প্রস্তুতি নিয়ে ফেললাম । এদিকে প্রতিবেশী অনেকেই ভিড় জমিয়েছে । কয়েকটি ম্যাজিকের মধ্যে এটি একটি ।
আমি আমার বন্ধুর হাতে একটি গোলাপ ফুল দিয়ে তার স্ত্রী কে দিতে বলে বললাম ভাবী সিনেমাতে এক ফুল দুই মালী দেখেছেন সেটি আজ আমি প্রমান করে দিব বলে ভাবীর হাত থেকে ফুলটি নিয়ে নিলাম এবং বললাম এই লাল গোলাপ ফুলটি দিয়ে বাবু যে আপনাকে কত ভাল বাসে তা প্রমান করে দিল আমার টেবিলে ধোয়া হচ্ছে যেন কোন অদৃশ্য আত্না কে আমি অনুরোধ করছি ভাবীর জন্য একটি সুন্দর গিফট দিতে ।
শেষে দুঃখ করে বললাম ভাবী অদৃশ্য আত্না আপনার জন্য কোন গিফট দিলনা । তবে , তবে এই লাল গোলাপটি সাদা গোলাপ করে গেছে ।নিন দেখুন সাদা কি না ?
সকলে হাসতে লাগল আমি আরও কিছু ম্যাজিক দেখাতে দেখাতে ভাবীর হাতে এক বাটি পানি দিয়ে ফুলটি পানিতে ভিজিয়ে রাখার ইঙ্গিত দিয়ে আরও কিছু ম্যাজিক দেখালাম ম্যাজিক দেখানো শেষে পানি থেকে সেই সাদা গোলাপ টি ভাবীকে উঠিয়ে নিতে বললাম ।ভাবী ফুলটি উঠিয়ে দেখে ফুলটি লাল হয়ে গেছে ।
তার খুশী মুখটা দেখেয় বুঝেছি মেয়েরা ফুল দেখে খুশি বেশী হয় ।
নিয়ম – আসলে যে ধোয়াটি দেখেছেন সবায় তা সাধারন ধোয়া নয় গন্ধক পোড়ান ধোয়া । এই ধোঁয়ায় লাল যে কোন ফুল ধরলে দেখে মনে হয় সাদা আবার ওই সাদা ফুলটি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আবার লাল রঙ ফিরে আসবে ।
বড় বড় মুদির দোকানে গন্ধক পাওয়া যায় ।গন্ধক খোস পোঁচড়ার মলম তৈরির কাজেও লাগে ।
ভালো বিষয় দেখাইলেন। ধন্যবাদ ভাই।
ও আরেকটা কথা, আপনার আরও এ রকম টিউন চাই! ধন্যবাদ ভাল থাকবেন।
জটিল জিনিস শেখালেন ভাই, আমি এইবার বাড়ী গিয়ে পোলাপানদের ম্যাজিক দেখাব।
sundor magic
ধন্যবাদ ইয়াসির আরাফাত ভাই। … আমার বিয়েতেও কিন্তু আপনাকে যাদু দেখাতে আসতে হবে।…..
এখন অভ্যাস ছেড়ে দিয়েছি । আপনার বিয়েতে ম্যাজিক না দেখালেও আনন্দ করব ম্যাজিকের মত । দন্যবাদ বুড় ভায়
দারুন। ভাই এতো ম্যাজিক আপনি লেখেন কিভাবে আমার তো মাথা ঘুরে!
তাই নাকি !!!! এমন কিছু সময় ছিল একটি ম্যজিক তৈরি করতে কয়েক দিন লেগে ……
ধন্যবাদ
ভাই ভালো লিখেছেন।
ধন্যবাদ সোহাগ
পাঙ্খা তো ! এই ট্রিকসটা একেবারেই নতুন আমার কাছে ! দারান দেখি করে দেখাতে পারি কিনা সবাইকে !
আপনি গন্ধক কিন্তু একটি পাত্রে নিয়ে কুকারের উপর রাখবেন ।তবে ধোয়া বেশী হবে আর পারেন যদি ধুপ জালিয়ে দিয়ে আস্ত ভুতের সাথে কথা বলে সকলকে অবাক করে দিবেন ।
MAGIC man
yaa
apnar kach theke onek MAGIC shikhar ache
I will provide lot of magic for you .thanks