আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘদিন যাবত লিখতে বসি না। আজ অনেক দিন পর লিখতে বসতে ইচ্ছে করল তাই কি নিয়ে লিখব তা খুজে পাচ্ছিলাম না। অনেক চিন্তা করে অবশেষে ঠিক করলাম একটি থিম নিয়ে লিখা লিখি করি। তাই যেমন চিন্তা তেমন কাজ। বসে পরলাম লিখার জন্য।
যে জন্য লিখাঃ
আমি আজ যে থিমটি শেয়ার করব তার নাম Labnol Blogger Template নাম পড়ে হয়ত কেঊই চিনতে পারছেন না। এই থিমটি হল একটি অতি পরিচিত ব্লগারের ব্লগ থিম। এই ব্লগ থিমটি digital impiration নামে একটি সাইটে ব্যবহার করেছে। এই তার ডেমো লিংকঃ digital impiration
এই থিমটিতে কি কি আছে?
১. এস,ই,ও ফ্রেন্ডলি
২. ইনবিল্ড উইজেট
- · সার্চ বক্স
- · Auto Jump Break আর Read more
- · হোভার ইফেক্ট টেগ
- · সুন্দর একটি ন্যাভিগেশন
- · এবং আরো অনেক কিছু।
বিস্তারিত জানতেঃ TechzGame
[এই রকম আরো অসাধারণ ব্লগ থিম এর জন্য ভিজিট করতে পারেন আমার ছোট্ট একটি ব্লগে, এখনো তেমন ব্লগ থিম আপলোড করা হয়নি, তবে কালেকশনে আছে আস্তে আস্তে সাবমিট করবো।]
[নোটঃ যদি আপনার এই পোস্ট ও থিমটি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও আমার ছোট্ট ব্লগে একবার ঘুরে আসবেন, ধন্যবাদ ]
ভাই থিম ডাউনলোড করে আমার ব্লগে লাগাবো কি করে ??? :( :( :( :'(
আপনাকেও। আরো থিম এর জন্য দেখতে পারেনঃ http://techzgame.com/sensational-blogger-template-free-download/
ধন্যবাদ।
khuv valo hoise
ধন্যবাদ পড়ার জন্য
আর ও দিলে ভাল হতো ।
এই থিমটি দেখতে পারেন আশা করি অনেক অনেক বেশী ভাল লাগবেঃ http://techzgame.com/sensational-blogger-template-free-download/
মাত্র একটি? :(
কালেকশনে আছে বস, সব প্রিমিয়াম থিম। আস্তে আস্তে সাবমিট দিবো। আর আমার ইংরেজী ব্লগটি দেখতে পারেন সেখানেও কিছু থিম আছে। সাইটঃhttp://techzgame.com/